ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রাহায়ণ ১৪৩১

রাজশাহীর ৬ আসনে মোট কতটি মনোনয়নপত্র জমা পড়েছে

রাজনীতি ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ২৮ ২২:১৯:০০
রাজশাহীর ৬ আসনে মোট কতটি মনোনয়নপত্র জমা পড়েছে

নির্বাহী ম্যাজিস্ট্রেট মামনুন আহমেদ অনিক বাংলানিউজকে জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। তাদের দফতর থেকেই মনোনয়নপত্র বিতরণ এবং জমা নেওয়া হয়। এছাড়া জেলা নির্বাচন কর্মকর্তার দফতর থেকেও মনোনয়নপত্র বিতরণ করা হয়। বুধবার বিকেল ৫টায় মনোনয়নপত্র দাখিল কার্যক্রম শেষ হয়েছে।

তিনি আরও জানান, রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে ৫৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে ১২ জন, রাজশাহী-২ (সদর) আসনে আটজন, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে ১০ জন, রাজশাহী-৪ (বাগমারা) আসনে পাঁচজন, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে ১১ জন, রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে সাতজন নিজ নিজ আসনের জন্য তাদের মনোনয়ন জমা দিয়েছেন।

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বাছাই হবে ২ ডিসেম্বর। বৈধ প্রার্থীরা আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। পরদিন ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ করা হবে। প্রার্থীরা ১১ ডিসেম্বর থেকেই প্রচারে নামতে পারবেন। ভোটগ্রহণ আগামী ৩০ ডিসেম্বর।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে