ঢাকা, শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১

এবার মিডল অর্ডার ১০০-১০০ হবে : মমিনুল হক

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ২৮ ২০:৪০:৩৮
এবার মিডল অর্ডার ১০০-১০০ হবে : মমিনুল হক

চলতি বছরটা বেশ কাটছে মুমিনুলের। পুরো বছরে সর্বোচ্চ সেঞ্চুরি করার তালিকায় ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে এক নম্বর অবস্থানে আছেন তিনি। এই ধারাবাহিকতা ধরে রাখতে বাড়তি কোনো চিন্তা আছে কিনা জানতে চাইলে এই বাঁহাতি ব্যাটসম্যান বলেন, ‘আসলে ওইভাবে চিন্তা করলে পারফর্ম করাটা কঠিন।

আমি সবসময় চিন্তা করি প্রত্যেক ম্যাচে একজন ক্রিকেটার হিসাবে দলের জন্য কিছু করার। প্রত্যেক ক্রিকেটারেরই ওইরকম ইচ্ছা থাকে টিমের জন্য কিছু করার। আমিও চেষ্টা করব অবদান রাখতে যাতে আমার দল জিততে পারে। এইভাবে চিন্তা করলে আমার মনে হয় পারফর্ম করাটা সহজ হয়ে যায়।’

ঢাকা টেস্টে একটি সেঞ্চুরি করলেই ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে ছাড়িয়ে যাবেন মুমিনুল। তবে সেসব চিন্তা মাথায় না এনে সময় মতোই উত্তর দিতে চান এই বাঁহাতি ব্যাটসম্যান। ‘এই বিষয়টা নিয়ে আমি ওইভাবে চিন্তা করছি না। সময় হলে দেখা যাবে।’

ঢাকা টেস্টেও নেই ওপেনার তামিম ইকবাল। চোট পেয়ে আরেক ওপেনার ইমরুল কায়েসও ছিটকে গেছেন। যার জন্য ওপেনিং নিয়ে বেশ বেকায়দায় আছে দল। ধারণা করা হচ্ছে, ঢাকা টেস্টে অভিষেক হতে পারে উদীয়মান ক্রিকেটার সাদমান ইসলামের।

তরুণ এই ওপেনারকে নিয়ে আশাবাদী মুমিনুলও। তিনি বলেন, ‘আমার কাছে মনে হয়, আল্লাহর রহমতে সে ভালো খেলতে পারবে। আশা করছি ভালো একটা ওপেনিং দেখতে পারব আমরা।’

চট্টগ্রামের উইকেটে বাংলাদেশের মিডল-অর্ডারও ভালো করতে পারেনি। তবে ঢাকা টেস্টে স্বাগতিকদের মিডল অর্ডার ১০০-১০০ হবে বলে জানিয়ে রাখলেন মুমিনুল। ‘আমার কাছে মনে হয় এবার মিডল অর্ডার ১০০-১০০ হবে। অনেক ভালো ক্রিকেট খেলবে।’

সেই জিম্বাবুয়ে সিরিজ থেকে ক্যাচ মিস বেশ ভোগাচ্ছে টাইগার শিবিরকে। ঢাকা টেস্টে ওই বিষয়ে কতোটা মনোযোগ দিচ্ছেন ক্রিকেটাররা? এই প্রসঙ্গে মুমিনুল বলেন, ‘আমরা ওই জিনিস থেকে বের হওয়ার চেষ্টা করছি। পরের ম্যাচে ওই জায়গাটা আরো উন্নতি করার চেষ্টা করব। বিশেষ করে কাছের ক্যাচগুলো ভালোভাবে নেয়ার চেষ্টা করব। ক্যাচ ছাড়া ফিল্ডিং নিয়েও ক্রিকেটাররা খুব পরিশ্রম করছে।’

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ