ঢাকা, শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১

হঠাৎ মুশফিককে নিয়ে দুঃসংবাদ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ২৮ ১২:২৮:৪৫
হঠাৎ মুশফিককে নিয়ে দুঃসংবাদ

বুধবার (২৮ নভেম্বর) সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে আনুষ্ঠানিক অনুশীলনে ব্যাটিংয়ের সময় চোট পান তিনি। তবে টিম ম্যানেজম্যান্ট প্রাথমিকভাবে বিষয়টি খোলাসা করতে চাচ্ছে না। ফলে মুশফিকের ব্যথা ঠিক কোথায় লেগেছে কিংবা এ চোটের তীব্রতা কতোটা তার সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। টিম ম্যানেজম্যান্ট থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানোর আগপর্যন্ত অপেক্ষা করতে হবে এ তথ্যের জন্য।

প্রসঙ্গত, সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট শেষে ঢাকায় ফেরার পর বাংলাদেশ স্কোয়াড রুপ নেয় ১৩ সদস্যের দলে। তবে এবার মুশফিককে নিয়ে যদি কোন শঙ্কা তৈরি হয় তবে সেটা হবে ১২ জনে। এ যেন মরার উপর খাড়ার ঘা।

দ্বিতীয় টেস্টের জন্য বাংলাদেশ স্কোয়াডসাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আরিফুল হক, সৈয়দ খালেদ আহমেদ ও সাদমান ইসলাম।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ