ঢাকা, শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১

বর্ষসেরা তালিকা প্রকাশ , দেখে নিন মেসি এবং রোনালদোর অবস্থান

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ২৮ ১১:০৪:০৯
বর্ষসেরা তালিকা প্রকাশ , দেখে নিন মেসি এবং রোনালদোর অবস্থান

২০১৮ সালের সেরা ফুটবলারের হাতে তুলে দেওয়া হবে এই স্বীকৃতি। এ বছরের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে সেরা তিনের তালিকা। বিস্ময়কর হচ্ছে- ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ড ও উয়েফার বর্ষসেরার পুরস্কার জেতা লুকা মডরিচ জায়গা পাননি সেরার তালিকায়।

মঙ্গলবার সেরা তিনের নাম ঘোষণা করেছে গ্লোব সকার অ্যাওয়ার্ড কর্তৃপক্ষ। আগামী বছরের ৩ জানুয়ারি দুবাইতে জমকালো এক অনুষ্ঠানে বর্ষসেরার হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। অনুষ্ঠানের আয়োজক ইউরোপিয়ান ফুটবল এজেন্টস এসোসিয়েশন (ইএফএএ) এবং ইউরোপিয়ান ক্লাব এসোসিয়েশন (ইসিএ)।

প্রতিবছরই একজনকে বর্ষসেরা ফুটবলার নির্বাচন করে সংগঠন দুটি। এটা সেরার লড়াইয়ের দশম আসর। তন্মধ্যে চারবারই সেরা হয়েছেন রোনালদো। এবার টানা হ্যাটট্রিকের হাতছানি জুভেন্টাস উইঙ্গারের সমানে। সবশেষ ২০১৫ সালে মেসি বর্ষসেরা হয়েছিলেন।

সংগঠন দুটি বিভিন্ন ক্যাটাগরিতে সেরার পুরস্কার দিয়ে থাকে প্রতিবছর। যথা- বর্ষসেরা ফুটবলার, বর্ষসেরা কোচ, বর্ষসেরা ক্লাব, বর্ষসেরা এজেন্ট, বর্ষসেরা গোল, বর্ষসেরা লিগ, বর্ষসেরা রেফারি ইত্যাদি। গত দুই বছর সেরা ক্লাব হয়েছে রিয়াল মাদ্রিদ।

গত জুলাইয়ে ফিফা বিশ্বকাপ জিতেছে ফ্রান্স। বিশ্বকাপ জেতার সুবাদে গ্লোব সকার অ্যাওয়ার্ডের সেরার তালিকায় এসেছেন এমবাপ্পে এবং গ্রিজম্যান। তবে বিশ্বকাপ না জিতেও উয়েফা চ্যাম্পিয়নস লিগ জয়ের পুরস্কার হিসেবে সেরা তিনে ঠাঁই পেয়েছেন রোনালদো।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ