ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

৩০০ আসনে কতজনকে মনোনয়ন দিল বিএনপি

রাজনীতি ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ২৭ ২১:৪৮:০১
৩০০ আসনে কতজনকে মনোনয়ন দিল বিএনপি

তিনি বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট তাদের নিজ নিজ দল থেকে মনোনয়ন দিচ্ছে। পরে যখন বাছাই হয়ে যাবে, তখন ঠিক করা হবে।

আজ মঙ্গলবার বিকেলে গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন।

তবে কি শরিকদের সঙ্গে সর্বমোট আসন বণ্টন ৬০-এর বেশি হবে না? মির্জা ফখরুল বলেন, মনে হয়।

২০-দলীয় জোটের শরিকদের কত আসন ছাড়ছে বিএনপি? এ প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, সঠিক ফিগার বলতে পারব না। সম্ভবত অ্যারাউন্ড ফিফটিন।

২০-দলীয় জোটের মধ্যে বিজেপি, খেলাফত মজলিস, এলডিপি, জাতীয় পার্টি (কাজী জাফর), জমিয়তে উলামায়ে ইসলাম, এনপিপি, লেবার পার্টি ও সাম্যবাদী দলকে আসন ছেড়ে দিয়েছে বিএনপি।

তবে এর সঠিক সংখ্যা জানাতে অপারগতা প্রকাশ করেন মির্জা ফখরুল। এসময় জোটের সঙ্গে আসন বন্টনের বিষয় নিয়েও কথা বলেন তিনি। বলেন, দুই-চার দিনের মধ্যেই আসনের বিষয়টি সমাধান হবে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে