ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

মাশরাফির জাদুতে এক হয়ে গেল সবাই

রাজনীতি ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ২৭ ২১:০০:৩৩
মাশরাফির জাদুতে এক হয়ে গেল সবাই

বুধবার বিকেলে নড়াইল আওয়ামী লীগের কার্যালয়ে সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বিশেষ বর্ধিত সভায় মাশরাফির মনোনয়ন ফরম স্থানীয় নেতাদের হাতে তুলে দেন মাশরাফির বাবা গোলাম মর্তুজা স্বপন। মাশরাফির মনোনয়ন ফরম হাতে পেয়ে নির্বাচনে তাকে জেতাতে ঐক্যবদ্ধ হন নেতারা।

আওয়ামী লীগের পক্ষে আনুষ্ঠানিকভাবে মাশরাফির মনোনয়ন ফরম গ্রহণ করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস বোস ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু।

মাশরাফির বাবা গোলাম মর্তুজা স্বপন বলেন, বুধবার মাশরাফির মনোনয়ন ফরম রিটার্নিং অফিসারের কাছে জমা দেয়াসহ ৩০ ডিসেম্বর নির্বাচন পর্যন্ত যাবতীয় কাজ স্থানীয় আওয়ামী লীগের নির্দেশনা অনুযায়ী পরিচালিত হবে। আমরা সবাই মাশরাফির জন কাজ করব।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু বলেন, আমি নড়াইল-১ আসনে মনোনয়ন চেয়েছিলাম। নেত্রী যেটি ভালো মনে করেছেন সেটি করেছেন; শরিক দল জাসদের নুরুল আম্বিয়াকে মনোনয়ন দিয়েছেন। আমরা দুটি আসনে নেত্রীকে জয় উপহার দেব। মাশরাফি ১৬ কোটি মানুষের অহংকার, হৃদয়ের স্পন্দন, তাই মাশরাফিকে সর্বোচ্চ ভোটের ব্যবধানে বিজয়ী করব আমরা। মাশরাফি আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় নড়াইলবাসী খুশি। ফলে জয় হবে মাশরাফির, জয় হবে নৌকার।

জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস বোস বলেন, আজ থেকে মাশরাফিকে বিজয়ী করার জন্য জেলা আওয়ামী লীগ কাজ শুরু করল। আমরা নির্বাচন পরিচালনা কমিটি করে প্রচার-প্রচারণা চালাব। মাশরাফিকে বিজয়ী করে নেত্রীকে এ আসন উপহার দেব।

বিশেষ বর্ধিত সভায় জেলা কমিটির সকল সদস্যসহ নড়াইল-২ আসনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বুধবার সকালে মাশরাফির পক্ষে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা মনোনয়ন ফরম জমা দেবেন। সুত্র: জাগোনিউজ২৪

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে