ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

শাকিব খান এখন যে কাজে ব্যস্ত সময় পার করছে

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ২৭ ২০:৩২:৪০
শাকিব খান এখন যে কাজে ব্যস্ত সময় পার করছে

তাদের আদরের ধন একমাত্র শিশুপুত্র জয়। দুজনই কিন্তু সন্তানের মঙ্গল কামনায় সেই ভাঙা সংসারের ছায়া আদরের ধন একমাত্র শিশুপুত্র জয়ের ওপর পড়তে দেননি। নিজেদের মনোমালিন্য দূরে ঠেলে দিয়ে দুজনই সমানভাবে জয়ের পাশে ছায়া হয়ে রয়েছেন। জয়কে স্কুলে ভর্তি করাতে গত সপ্তাহে শাকিব আর অপু একসঙ্গে বেশ কিছুটা সময় কাটিয়েছেন। বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত ইন্টারন্যাশনাল স্কুলে জয়কে ভর্তি করিয়েছেন তারা।

গত চার দিন ধরে জয় অসুস্থ। জ্বর-সর্দি-কাশিতে ভুগছে। শাকিব সারাক্ষণ জয়ের খবরাখবর রাখছেন। শুটিংয়ের ফাঁকে ফাঁকে ফোন দিয়ে অপুর কাছ থেকে জয়ের শারীরিক খোঁজ-খবর নিচ্ছেন। জয়ের সঙ্গেও কথা বলছেন। জয়ও বাবাকে কাছে পেতে পাপা পাপা বলে কাঁদতে থাকে। শাকিব পুত্রকে দেখতে ছুটে আসছেন। অপু জয়কে নিয়ে ডাক্তারের কাছে দিনরাত ছুটছেন। জয়ের খবরাখবর জানাচ্ছেন শাকিবকে।

২০০৬ সালে জুটি বেঁধে অভিনয় করতে গিয়ে মনের আদান-প্রদান হয় শাকিব-অপুর। প্রেম অনেকটা চঞ্চল প্রকৃতির। একটা সাদামাটা গানের লাইনে হেলুসিনেশন চলে আসে। প্রেমের রসায়নে পাগলামি আছে। প্রেম অনেক সময় ভালো না বাসলেও ভালোবাসার চেষ্টা করে! মনের টানে ২০০৮ সালে বিয়ের পিঁড়িতে বসেন তারা। দুটি মন-প্রাণ এক হয়েছিল উত্তাল ভালোবাসার ঢেউয়ে। এরপর ২০১৬ সালে সন্তান। যে কোনো দাম্পত্য সম্পর্কে ঝড়-বৃষ্টি থাকে। শাকিব-অপুর সম্পর্কের ক্ষেত্রেও তাই হচ্ছে।

বিচ্ছেদেও বেজে উঠেছে মিলনের সুরঃসম্পর্কের ভাঙা-গড়ার খেলার নেপথ্য কারিগর তাদের আদরের ধন একমাত্র শিশুপুত্র জয়। বিচ্ছেদেও বেজে উঠেছে মিলনের সুর। সম্পর্কের ভাঙা-গড়ার খেলার নেপথ্য কারিগর তাদের আদরের ধন একমাত্র শিশুপুত্র জয়। জয়ের টানে শাকিব বার বার ছুটে এসেছেন অপুর নীড়ে। অপুও জয়ের স্বার্থের কথা ভেবে ছুটে যাচ্ছেন শাকিবের ভালোবাসার উঠানে। সবার কথা, জয়ই পারবে ঢালিউডের অন্যতম এই সেরা জুটি, মানে তার মা-বাবাকে আবার এক করে দিতে। বিচ্ছেদের পর শাকিব-অপুর জীবনে আবার মিলনের শানাই বেজে ওঠা এখন কেবলই সময়ের ব্যাপার, বলছেন শাকিব-অপুর ঘনিষ্ঠজনরা। দুদিকে ফেরানো দুটি মুখ এখন আবার মুখোমুখি হয়েছে। সন্তানের ওপর যাতে নিজেদের সম্পর্কের নেতিবাচক ছায়া না পড়ে সে জন্য অপুও সব কষ্ট বুকে চাপা দিয়ে জয়কে নিয়ে শাকিবের পাশে হাঁটছেন।

অপু বলেন, শাকিবের সঙ্গে আমার সম্পর্কের দূরত্ব যতই দীর্ঘ হোক না কেন, জয়ের স্বার্থে এই দূরত্ব সব সময় ঘুচিয়ে নেওয়ার চেষ্টা করছি। না হলে জয় যখন একসময় বুঝতে শিখবে তখন বাবা-মায়ের ভাঙা সম্পর্ক তার মন মানসিকতার ওপর বিরূপ প্রভাব পড়বে। তাকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলার স্বপ্ন অধরাই রয়ে যাবে। এটি আমি যেমন চাই না, তেমনি শাকিবও চান না। তাই জয়ের সুন্দর ভবিষ্যতের কথা ভেবে আমরা দুজন একসঙ্গে তার পাশে থাকছি। সবার কথা, জয়ই পারবে ঢালিউডের অন্যতম এই সেরা জুটি, মানে তার মা-বাবাকে আবার এক করে দিতে। বিচ্ছেদের পর শাকিব-অপুর জীবনে আবার মিলনের শানাই বেজে ওঠা এখন কেবলই সময়ের ব্যাপার, বলছেন শাকিব-অপুর ঘনিষ্ঠজনরা। শাকিব-অপুর মিলনের খবর,প্রথম সারির সব পএিকায় এখন দেখা যাচ্ছে।

শাকিব-অপুর কাছ থেকেই শিখা যায়ঃশাকিব পিতা হিসেবে সন্তানের মঙ্গল কামনায় তার সব ধরনের সহযোগিতা করছেন। সন্তানের জন্য মা-বাবার এমন ত্যাগ দেখে এখন চলচ্চিত্রকার আর তার ভক্তরা খুব খুশি। অনেক সময় দেখা যায়, মা-বাবার দাম্পত্য সম্পর্কের অবনতি বা বিচ্ছেদ হলে তারা সন্তানের দিকে নজর না দিয়ে পরিবেশ ভিতকর করে তোলে। সন্তানের কর্তৃত্ব দাবি করে আইন-আদালতের দ্বারস্থ পর্যন্ত হয়। শাকিব-অপু তা করেননি। আলাদা থেকেও এবং বিবাহবিচ্ছেদের পরও কীভাবে সন্তানের মঙ্গল কামনায় হাসিমুখে একসঙ্গে হাঁটা যায় তা শাকিব-অপুর কাছ থেকেই শিখা যায়। চলচ্চিত্রে যেমন শাকিব-অপু সুনামের সঙ্গে সেরা জুটি হয়ে ছিলেন তেমনি ব্যক্তিগত জীবনেও তারা বেশ ভদ্র-সভ্য এবং মহানুভব ব্যক্তিত্বের অধিকারী হয়ে রইলেন এবং সবার বিশ্বাস আগামীতেও এভাবে থাকবেন।

সেরা নায়কের পাশাপাশি সেরা বাবা হিসেবে শাকিব খানকে অনেককেই বলতে শোনা যাচ্ছে। সেরা ক্রিকেটার সাকিব আল হাসান ইতিমধ্যেই এর প্রমান দিয়েছেন। এখন শাকিব খানের পালা। সম্পর্কের ভাঙা-গড়ার খেলার নেপথ্য কারিগর তাদের আদরের ধন একমাত্র শিশুপুত্র জয়। জয়ের টানে শাকিব বার বার ছুটে এসেছেন অপুর নীড়ে। অপুও জয়ের স্বার্থের কথা ভেবে ছুটে যাচ্ছেন শাকিবের ভালোবাসার উঠানে। সত্যি বলতে এমন খবরে শাকিব-অপুর সব ভক্তরা প্রচুর খুশি। শুভ কামনা রইলো শাকিব-অপুর প্রতি! মিলে যাক শাকিব-অপু,সেই সাথে জয় আব্রাম ফিরে পাক তার বাবা মা’র সঠিক ভালোবাসার স্থান।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে