ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

মান্নার দল পেল যে ৯ আসন

রাজনীতি ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ২৭ ১৭:৪০:৫৭
মান্নার দল পেল যে ৯ আসন

তিনি বলেন, ‘আমরা ৩০টির বেশি আসন দাবি করেছিলাম। পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার মধ্যে সমঝোতা হয়েছে। আমাদের ৯টি আসন দেয়া হয়েছে।’

যদিও এ বিষয়ে বিএনপির কোনো নেতা কিংবা ২০ দলীয় জোটের শরিক দলের কারও মন্তব্য পাওয়া যায়নি।

মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে দল মনোনীত প্রার্থীদের মনোনয়ন চিঠি দেয়া হবে বলেও জানান মনজুর কাদের।

জানা গেছে, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বগুড়া-২ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন।

এ ছাড়া এসএম আকরাম লড়বেন নারায়ণগঞ্জ-৫ আসনে। ময়মনসিংহ-২ অ্যাডভোকেট নজরুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া-২ মোবারক হোসেন, রংপুর-১ শাহ মো. রহমতউল্লাহ, রংপুর-৫ মোফাখখারুল ইসলাম নবাব, চাঁদপুর-৩ অ্যাডভোকেট ফজলুল হক সরকার, সাতক্ষীরা-২ অ্যাডভোকেট রবিউল ইসলাম ও বরিশালের একটি আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন জাহাঙ্গীর।

ঘোষিত তফসিল অনুসারে, আগামী ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনের ভোট হবে। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ২৮ নভেম্বর, ২ ডিসেম্বর যাচাই-বাছাই ও মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন নির্ধারিত রয়েছে ৯ ডিসেম্বর।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে