ঢাকা, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১

যে সার্থের জন্য শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করাল ইংল্যান্ড

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ২৭ ১১:২২:০৭
যে সার্থের জন্য শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করাল ইংল্যান্ড

১৯৬৩ সালের পর এই প্রথম দেশের বাইরে তিন বা এর বেশি ম্যাচের সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করল ইংলিশরা। ইংল্যান্ড সিরিজ শুরু করেছিল ১০৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে থেকে। তখন দুইয়ে থাকা দক্ষিণ আফ্রিকার চেয়ে এক পয়েন্ট পিছিয়ে ছিল ইংলিশরা। সিরিজ শেষে ইংল্যান্ডের পয়েন্ট বেড়ে হয়েছে ১০৮।

অন্যদিকে শ্রীলঙ্কা সিরিজ শুরু করেছিল ৯৭ পয়েন্ট নিয়ে, ছয়ে থেকে। সাতে থাকা পাকিস্তানের চেয়ে দুই পয়েন্ট এগিয়ে ছিল তারা। চার পয়েন্ট হারিয়ে পাকিস্তানের চেয়ে এখন দুই পয়েন্ট পিছিয়ে আছে লঙ্কানরা।

১১৬ পয়েন্ট নিয়ে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে আছে ভারত। এরপর আছে যথাক্রমে ইংল্যান্ড (১০৮), দক্ষিণ আফ্রিকা (১০৬), নিউজিল্যান্ড (১০২), অস্ট্রেলিয়া (১০২), পাকিস্তান (৯৫), শ্রীলঙ্কা (৯৩)।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ