ঢাকা, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১

গেইল ঝড়েও জিতলনা তার দল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ২৭ ১০:৫০:৪৩
গেইল ঝড়েও জিতলনা তার দল

প্রথমে ব্যাটিং করে ১০ ওভারে ৫ উইকেটে ১০৭ রান করে পাঞ্জাবি লিজেন্ডস। দলের পক্ষে উমর আকমল ১৭ বলে ৩০ রান করেন। এছাড়া ৭ বলে ২৪ রান করেন ক্রিস জর্ডান।

জবাব দিতে নেমে কেরালা নাইটস এর একমাত্র গেইল ১৯ বলে ৩৫ রান করেন। বাকি ১০ তারকার কেউই দুই অংকের ঘরেই পৌছতে পারেনি। সর্বোচ্চ ৮ রান করেছিল ফ্যাবিয়ান অ্যালেন। যাদের নিয়ে ভরসা সেই স্টার্লিং ০, মরগ্যান ৭, পোলার্ড ৩ রান করেই আউট হয়ে যায়।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ