ঢাকা, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

মনোনয়ন না পেয়ে যা করলেন এই নেতা

রাজনীতি ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ২৭ ০৯:৪৮:১২
মনোনয়ন না পেয়ে যা করলেন এই নেতা

মকবুল হোসেনের একান্ত সহকারী সাইফুজ্জামান বলেন, দলের মনোনয়ন না পাওয়ার খবর শুনে গাংনীর পৌর শহরে সাংসদের বাসভবনে তৃণমূল নেতা-কর্মীরা সকাল থেকে জড়ো হন। তাঁরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার দাবি জানান। তবে সাংসদ এলাকায় ফেরার পর সবার সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে।

নৌকা নামানোর বিষয়ে সাইফুজ্জামান বলেন, বাসভবনের সামনে একটি দোকানের ওপর কাঠের তৈরি একটি নৌকা ছিল। দোকান মালিক গতকাল সোমবার সেটি নামিয়ে ফেলেন। স্থানীয় একাধিক সূত্র জানায়, দোকানটি সাংসদের কর্মী–সমর্থকদের আড্ডার স্থান।

সাংসদ মকবুল হোসেন মুঠোফোনে জানান, ‘দলের জন্য সারা জীবন কাজ করেও মনোনয়ন পাওয়া গেল না। তৃণমূল নেতারা প্রতিনিয়ত জানতে চাচ্ছেন, জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেব কি না। সবার সঙ্গে বৈঠক করে নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

সুত্রঃ প্রথম আলো

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে