ঢাকা, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১

 অস্ট্রেলিয়া এক বছরে দু'টি বিশ্বকাপ আয়োজন করবে

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ২৭ ০১:৩০:৪৫
 অস্ট্রেলিয়া এক বছরে দু'টি বিশ্বকাপ আয়োজন করবে

আইসিসি ব্যাপারটি আনুষ্ঠানিক ভাবে নিশ্চিত করেছে। হাতে অনেক সময় থাকলেও, টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রোমো প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

সবাইকে স্বাগত জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ২০২০ সালে এক বছরে দুটি বিশ্বকাপ আয়োজন করবে তারা। আজ থেকে ১৫ মাস পর ১০ দলের অংশ গ্রহণে ২৩ ম্যাচের নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ২১ ফেব্রুয়ারিতে থেকে ৮ মার্চ পর্যন্ত অস্ট্রেলিয়ার ৬টি ভেন্যুতে।

এর আগে সদ্যই শেষ হওয়ায় ওয়েস্ট ইন্ডিজের নারীদের বিশ্বকাপ বেশ জনপ্রিয়তা পেয়েছে। আইসিসি'র ভাবনায় ছিলো। পরবর্তী আসরে বেশ কয়েকটি দল বাড়ানোর। কিন্তু, শেষ পর্যন্ত ১০টি দলকে নিয়েই অস্ট্রেলিয়ায় বসবে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ৭ম আসর।

১৯৯২ সালে প্রথম বারের মতো মূল বিশ্বকাপ আয়োজন করেছিলো। এরপর ২০১৫ বিশ্বকাপ আয়োজন করে ক্রিকেট বিশ্বের প্রশংসা কুড়িয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সেই ধারাবাহিকতায় ২০২০ দুটি বিশ্বকাপে আয়োজন করতে খুব একটা বেগ পেতে হবে না অস্ট্রেলিয়াকে। ইতিমধ্যে নারী ও পুরুষ বিশ্বকাপের জন্য ৮টি শহরের ১৩টি ভেন্যু ঠিক করে ফেলেছেন তারা।

ক্রিকেটে টি-টোয়েন্টি বিশ্বায়নের পর সমর্থকদের মাঝে ক্রিকেটের বিনোদনটা ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে। তাই আলাদা করে দৃষ্টি থাকবে ২০২০ পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে। ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত অ্যারোন ফিঞ্চের দেশে হবে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারেও ১৬টি দল অংশ গ্রহণ করবে সুপার টেনের আগে র‌্যাংকিংয়ের নিচে থাকা ৬টি দলগুলো বাঁধার দেয়াল পেরুলেই পাবে অস্ট্রেলিয়া বিশ্বকাপের টিকিট।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ