ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রাহায়ণ ১৪৩১

ভারি বৃষ্টিতে সৌদি আরবে বন্যা

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ২৭ ০১:০০:২৩
ভারি বৃষ্টিতে সৌদি আরবে বন্যা

সৌদি আরবের সিভিল ডিফেন্সের মুখপাত্র কর্নেল ইব্রাহিম ইবনে আল-খাইল এসব তথ্য জানান। সৌদি কর্তৃপক্ষ জনসাধারণকে বিপজ্জনক এলাকা থেকে দূরে থাকতে এবং জারি করা নিরাপত্তা নির্দেশিকাগুলো মেনে চলতে অনুরোধ করেছে।

আল-খাইল আরো বলেন, সিভিল ডিফেন্সের নিরাপত্তা প্যাট্রোলগুলো পরিস্থিতি পর্যবেক্ষণে অব্যাহত রয়েছে এবং মামলার ভিত্তিতে ক্ষতিগ্রস্ত বাসিন্দারা কর্তৃপক্ষের সাথে সমন্বয় করছে।

এদিকে মক্কার উদ্ধার দলগুলো বর্ষা মৌসুমের জন্য সতর্কতা ব্যবস্থা হিসেবে নির্ধারিত এলাকায় ইউনিট স্থাপন করেছে।

পবিত্র শহরটিতে বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র নাঈফ আল-শরীফ বলেন, ‘রেসকিউ দল, নিরাপত্তা প্যাট্রোল এবং সহায়ক সরঞ্জাম নির্দিষ্ট এলাকায় আগে থেকেই স্থাপন করা হয়েছিল।’

এদিকে সৌদি বিমান বাহিনীও আল-লিথের বন্যায় একটি উপত্যকায় তাদের গাড়ির উপরে আটকে থাকা দুই ভারতীয় নাগরিককে উদ্ধার করেছে।

সিভিল ডিফেন্সের মহাপরিচালক জনগণকে সতর্কতা অবলম্বন করতে এবং উপত্যকায়, বন্যার পানি এবং বিদ্যুৎ জেনারেটর থেকে দূরে থাকার আহ্বান জানান।

তাইফ শহর, আল-জাউফ, আল-বাহ, কাসিম ও তাবুক প্রদেশে প্রচণ্ড বৃষ্টিপাতে এই এলাকাগুলোই বন্যায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে