ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতের সময়সূচি

রাজনীতি ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ২৬ ২২:৫২:৪৬
বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতের সময়সূচি

১৯ নভেম্বর সোমবার বরিশাল বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার হবে সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পযর্ন্ত এবং দুপুর আড়াইটা থেকে শুরু হবে খুলনা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার। ২০ নভেম্বর মঙ্গলবার চট্টগ্রাম বিভাগের সাক্ষাৎকার হবে সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পযর্ন্ত এবং বিকাল আড়াইটা থেকে কুমিল্লা ও সিলেট বিভাগের সাক্ষাৎকার শুরু হবে। ২১ নভেম্বর বুধবার সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পযর্ন্ত হবে ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের এবং দুপুর আড়াইটা থেকে ঢাকা বিভাগের সাক্ষাৎকার শুরু হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিভাগওয়ারি সাক্ষাৎকারের সময়ে মনোনয়নপ্রত্যাশীরা তাদের সমথর্কদের নিয়ে আসতে পারবেন না। মনোনয়নপ্রত্যাশীরা তাদের সমথর্কদের সঙ্গে করে গুলশান কাযার্লয়ে আনলে তা প্রাথীর্র অসদাচরণ হিসেবে গণ্য হবে। গুলশান কাযার্লয়কে কেন্দ্র করে এর আশপাশে আমন্ত্রিত মনোনয়নপ্রত্যাশী ও আমন্ত্রিতরা ছাড়া কেউ থাকতে পারবেন না। মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকারের সময়ে মহানগর ও জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক, সংশ্লিষ্ট বিভাগের সাংগঠনিক ও সহসাংগঠনিক সম্পাদকগণ উপস্থিত থাকবেন। মনোনয়নপ্রত্যাশীদেরকে সাক্ষাৎকারের সময়ে আবেদন ফরমের জমাদানের রশিদ সঙ্গে আনতে হবে।

খেঁাজ নিয়ে জানা গেছে, দলের স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে গঠিত দলের পালাের্মন্টারি বোডর্ মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেবেন। সাক্ষাৎগ্রহণকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মোবাইলে কথা বলবেন। তিনি মনোনয়নপ্রত্যাশীদেরকে নিদের্শনা দিয়ে বলবেন যিনিই মনোনয়ন পান তার পক্ষে সবাইকে একসঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

প্রসঙ্গত, গত ১২ নভেম্বর থেকে বিএনপি মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে ফরম বিক্রি শুরু হয়ে শেষ হয়েছে শুক্রবার রাতে। ৫ হাজার টাকায় মনোনয়ন ফরম বিক্রি ও ফরম জমা দেয়ার সময় ২৫ হাজার টাকার জামানত হিসেবে মনোনয়নপ্রত্যাশীরা জমা দেন। পঁাচ দিনে প্রায় সাড়ে চার হাজারেরও বেশি বিএনপির মনোনয়নপত্র বিক্রি হয়েছে। গত রাতে সঠিক পরিসংখ্যাটি বের করতে পারেনি বিএনপির দপ্তর। আজ সকালে সংবাদ সম্মেলন করে সুনিদর্ষ্ট পরিসংখ্যান জানাবেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সুত্রঃ যায়যায়দিন

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে