হঠাৎ রাবাদাকে নিয়ে একি বললেন তাইজুল

ক্যারিবীয়দের বিপক্ষে মিরপুরে ৩০ নভেম্বর শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় টেস্ট চলতি বছর বাংলাদেশের শেষ সাদা পোশাকের ম্যাচ। প্রোটিয়ারা থার্টি ফাস্ট নাইটের আগে (২৬-৩০ ডিসেম্বর) পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরিয়নে খেলবে বক্সিং-ডে টেস্ট।
মিরপুর টেস্টে তাইজুল ৬ উইকেট পেলে ছুঁয়ে ফেলবেন রাবাদাকে। এ বাঁহাতি স্পিনারের সাম্প্রতিক ফর্ম আশা জাগাচ্ছে রাবাদাকে ছাড়িয়ে এগিয়ে যাওয়ার। তাইজুল নিজেও হয়তো ভাবছেন এমন কিছুই! নইলে রাবাদার ম্যাচ, প্রতিপক্ষ নিয়ে কৌতূহলী হবেন কেনো?
তাইজুল আর ৬ শিকার পেলে তৃতীয় বাংলাদেশি হিসেবে ছুঁয়ে ফেলবেন একশ উইকেটের মাইলফলক। ২২ টেস্টে তাইজুলের ঝুলিতে ৯৪টি। পরের টেস্টে প্রত্যাশিত বোলিংটা করতে পারলে বাংলাদেশের দ্রুততম একশ উইকেট শিকারিও হবেন নাটোরের এ স্পিনার। পেছনে ফেলবেন সাকিব, রফিককে।
অনেক কীর্তির সামনে দাঁড়িয়েও আনুষ্ঠানিক কথোপকথনে নিজের জায়গায় স্থির থাকলেন তাইজুল। ব্যক্তিগত অর্জন যে তাকে খুব একটা নাড়া দেয় না, ‘এখন আমার মাথায় এতকিছু নেই। আমি ভালো বোলিং করাটাই চেষ্টা করে যাবো। প্রথম থেকে যে চিন্তা, সেটাই প্রতিষ্ঠা করতে চাইবো। উইকেট যদি কপালে থাকে, আসবে। ভালো বল করলে উইকেট পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। ভালো বল করার চেষ্টাটাই করবো।’
সিরিজের প্রথম টেস্ট পাঁচ দিনে গড়ালে সোমবার চট্টগ্রামেই থাকতে হতো ক্রিকেটারদের। দুইদিন ও এক সেশন আগে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে রাজধানীতে ফেরার বিমান ধরতে দেরি করেননি সাকিব-মুশফিক-তাইজুল-মুমিনুলরা। রোববার বিশ্রামে কাটিয়ে সোমবারই হোম অব ক্রিকেট শের-ই-বাংলা স্টেডিয়ামে আনাগোনা ছিল টেস্ট ক্রিকেটারদের। তাইজুল, মুমিনুল, মিঠুনদের সঙ্গে অনুশীলনে ছিলেন অধিনায়ক সাকিবও।
তিন দিনেই চট্টগ্রাম টেস্টের ফল এনে দেয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তাইজুল। ক্যারিবীয়দের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়ে। বছরে মাত্র ৬ টেস্ট খেলে ১১ ইনিংসে ৪০ উইকেট এখন তার। সবশেষ তিন টেস্টে ৫ উইকেট নিয়েছেন চার বার। উইকেটহীন থাকেননি কোনো ইনিংসেই।
বছরজুড়ে বল হাতে ধারাবাহিক পারফরম্যান্স এ বাঁহাতি স্পিনারকে নিয়ে এসেছে ২০১৮ সালে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় চতুর্থ স্থানে। শীর্ষে থাকা রাবাদা তাইজুলের চেয়ে ৩ ম্যাচ (৯ টেস্ট) বেশি খেলে শিকার করেছেন ৪৬ উইকেট।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন ১২ ম্যাচে নিয়েছেন ৪৩ উইকেট। তৃতীয় স্থানে লঙ্কান অফস্পিনার দিলরুয়ান পেরেরা ৯ ম্যাচে ৪১ উইকেট নিয়ে।
খেলা - এর সব খবর
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আছিয়ার শেষ স্বীকারোক্তি: আছিয়া নিজে বলে গেছে ধ/র্ষণ করেছে কে (ভিডিওসহ)
- আইপিএলে তাসকিনকে দলে নিবে কি না জানিয়ে দিলো লখনৌ
- শেয়ারবাজারে কারসাজি: বিএসইসি'র কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্তে সামনে এলো গুরুত্বপূর্ণ নাম
- দ্য হান্ড্রেডে বাংলাদেশের ২৯ ক্রিকেটার শেষ হলো নিলাম
- আছিয়ার ধ/র্ষক দুলাভাই কে নিয়ে তথ্য দিলেন তার শ্রেণী শিক্ষক মাহফুজ
- ব্রাজিল বনাম কলম্বিয়া: হাইভোল্টেজ লড়াইয়ের পরিসংখ্যান ও সম্ভাব্য একাদশ
- শিশু আছিয়া ধ/র্ষণ ও হ/ত্যা মামলার প্রধান আসামী হিটু শেখের আদালতে স্বীকারোক্তি
- শেখ হাসিনার দেশে ফিরে আসা নিয়ে ট্রাম্পের পোস্ট জানা গেল সত্যতা
- দুই কোটি নয় মুস্তাফিজকে দলে নিতে কলকাতাকে গুনতে হবে ৬.৫ কোটি রুপি
- মুস্তাফিজ নাকি তাসকিন আইপিএল খেলার জন্য কাকে এনওসি দিবে বিসিবি
- ৭৫ লাখ রুপিতে আইপিএলে দল পেলেন মুস্তাফিজের সতীর্থ
- লারার রেকর্ড ভেঙে টেস্টে ৪০৪ রানের ইনিংস খেললেন বাংলাদেশের মুস্তাকিম
- অর্থ মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন: সরকারি কর্মকর্তা–কর্মচারীদের জন্য সুখবর
- আওয়ামী লীগের পতনের কারণ
- বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার (১৯ মার্চ ২০২৫)