ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

যে কারনে সংবাদ সম্মেলনে অ‌ঝো‌রে কাঁদ‌লেন নানক

রাজনীতি ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ২৬ ২০:৩০:৩৫
যে কারনে সংবাদ সম্মেলনে অ‌ঝো‌রে কাঁদ‌লেন নানক

নবম ও দশম জাতীয় সংস‌দ নির্বাচ‌নে ‌ঢাকা-১৩ আস‌নের সংসদ সদস্য হি‌সে‌বে আওয়ামী লী‌গের ম‌নোনী‌তি প্রার্থী হি‌সে‌বে সংসদ সদস্য হি‌সে‌বে নির্বা‌চিত হন নানক। সস্প্র‌তি একাদশ জাতীয় সংসদ নির্বাচ‌নে ওই আসন থে‌কে দলীয় ম‌নোনয়ন পান সা‌দেক খান। সভা থে‌কে দ‌লের প্রার্থী‌কে বিজয়ী কর‌তে সক‌লের সহ‌যো‌গিতা কামনা ক‌রেন।

সভার শুরু‌তে জাহাঙ্গীর ক‌বির নাক‌কের অতীত উন্নয়ন কর্মকা‌ণ্ডের উপর ভি‌ত্তি এক‌টি ডকু‌মেন্টা‌রি দেখা‌নো হয়। এটির শে‌ষে বক্তব্য দেন জাহাঙ্গীর ক‌বির নানক।

বক্ত‌ব্যের শুরু‌তে বেশ বিমর্শ দেখা যায় নানক‌কে। বক্ত‌ব্যে তি‌নি অতী‌তের উন্নয়নমূলক কার্যক্রম ও দ‌লকে সাংগঠ‌নিকভা‌বে শ‌ক্তিশালী কর‌তে তার ভূ‌মিকা তু‌লে ধ‌রেন।

সূত্রঃ বিডি জার্নাল

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে