ঢাকা, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

বিপিএল ইতিহাসে সর্বোচ্চ দশ রান সংগ্রহের তালিকা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ২৬ ১৭:৩৯:০৫
বিপিএল ইতিহাসে সর্বোচ্চ দশ রান সংগ্রহের তালিকা

বিদেশি ক্রিকেটারদের মধ্যে দুজন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান। তারা হলেন মারলন স্যামুয়েলস এবং ক্রিস গেইল। আসুন দেখে নিই বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল সর্বোচ্চ দশ রান সংগ্রহের তালিকা।

মারলন স্যামুয়েলস : বিপিএলে প্রথম দুরন্ত রাজশাহী এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সে হয়ে খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের এই টপ অর্ডার ব্যাটসম্যান। বিপিএলে এখন পর্যন্ত ৩৫ ম্যাচে ৩৩ ইনিংসে ১০৩৯ রান করেছেন তিনি।৪৭.২২ গড়ে ১২১.০৯ স্ট্রাইক রেটে নয়টি হাফ সেঞ্চুরি করেছেন তিনি। সর্বোচ্চ স্কোর ৭২ রান।

নাসির হোসেন : দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয় দলের বাইরে রয়েছেন নাসির হোসেন। বিপিএলে ঢাকা ডায়নামাইটস খুলনা রয়াল বেঙ্গলস রংপুর রাইডার্স এবং বর্তমানে সিলেট সিক্সার্সের হয়ে খেলছেন। ৫৯ ম্যাচে ৪৮ ইনিংসে ১০৪২ রান করেছেন তিনি। ২৪.৮০ গড়ে ১১৭.৬০ স্ট্রাইক রেটে তিনটি হাফ সেঞ্চুরি করেছেন তিনি। সর্বোচ্চ স্কোর ৮০ রান।

সাব্বির রহমান : বাংলাদেশ জাতীয় দল থেকে বর্তমানে নিষিদ্ধ রয়েছেন সাব্বির রহমান। তবে বিপিএলে খেলতে পারবেন তিনি। বিপিএলে বরিশাল বুলস, বরিশাল বার্নার্স, দুরন্ত রাজশাহী, রাজশাহী কিংস সিলেট সিক্সার্স হয়ে খেলেছেন। এখন পর্যন্ত ৬২ ম্যাচে ৫৪ ইনিংসে ১১২১ রান করেছেন সাব্বির। ২২.৮৭ গড়ে ১২১.৮৪ স্ট্রাইক রেটে ১ টি সেঞ্চুরি এবং ৩টি হাফ সেঞ্চুরি করেছেন সাব্বির। সর্বোচ্চ স্কোর ১২২ রান।

আনামুল হক বিজয় : বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকা সপ্তম স্থানে রয়েছেন আনামুল হক বিজয়। বিপিএল এখন পর্যন্ত ৫৮ ম্যাচে ৫৩ ইনিংসে ১১৩০ রান করেছে বিজয়। ২৪.৫৬ গড়ে ১১৯.৫৭ স্ট্রাইক রেটে ছয়টি হাফ সেঞ্চুরি করেছেন তিনি। সর্বোচ্চ স্কোর ৮৩ রান।

ক্রিস গেইল : বিপিএলের সবচেয়ে ‘বিধ্বংসী ব্যাটসম্যান’ ক্রিস গেইল। এখন পর্যন্ত ২৬ ম্যাচে ২৬ ইনিংসে ১১৩৫ রান করেছেন গেইল। ৫৪.০৪ গড়ে ১৭৩.৮১ স্ট্রাইক রেটে ৫ টি সেঞ্চুরি এবং ৩টি হাফ সেঞ্চুরি করেছেন গেইল। সর্বোচ্চ ১৪৬* রান।

ইমরুল কায়েস : রান সংগ্রহের তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন ইমরুল কায়েস। এখন পর্যন্ত ৫৪ ম্যাচে ৫৪ ইনিংসে ১১৪৯ রান সংগ্রহ করেছেন কায়েস। ২২.৯৮ গড়ে ১১১.৯৮ স্ট্রাইক রেটে চারটি হাফ সেঞ্চুরি করেছেন তিনি সর্বোচ্চ স্কোর ৬৭ রান।

সাকিব অাল হাসান : চার নম্বরে রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এখন পর্যন্ত ৬১ ম্যাচে ৬০ ইনিংসে ১১৮২ রান সংগ্রহ করেছেন সাকিব। ২৬.২৬ গড়ে ১৩৪.১৬ স্ট্রাইক রেটে তিনটি হাফ সেঞ্চুরি করেছেন সাকিব সর্বোচ্চ স্কোর ৮৬* রান।

মুশফিকুর রহিম : সেরা তিনে রয়েছেন বাংলাদেশ জাতীয় দলের উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ৫৮ ম্যাচের ৫৪ ইনিংসে ১৩৫৭ রান করেছেন মুশফিক। ৩২.৩০ গড়ে ১২৮.২৬ স্ট্রাইক রেটে আটটি হাফ সেঞ্চুরি করেছেন মুশফিক। সর্বোচ্চ ৮৬ রান।

তামিম ইকবাল : দুই নম্বরে রয়েছেন জাতীয় দলের ওপেনার ব্যাটসম্যান তামিম ইকবাল। ৪৪ ম্যাচে ৪৩ ইনিংসে ১৩৫৮ রান করেছেন তামিম। ৩৪.৮২ গড়ে ১৩০.৭১ স্ট্রাইক রেটে বিপিএলে সর্বোচ্চ ১৪ টি হাফ সেঞ্চুরি করেছেন তিনি। সর্বোচ্চ স্কোর ৭৫ রান।

মাহমুদুল্লাহ রিয়াদ : বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। ৬৩ ম্যাচে ৫৯ ইনিংসে ১৪০০ রান করেছেন মাহমুদুল্লাহ। ২৭.৪৫ গড়ে ১১৫.৬০ স্ট্রাইক রেটে সাতটি হাফ সেঞ্চুরি করেছেন তিনি। সর্বোচ্চ স্কোর ৬২ রান।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ