ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

নৌকার দাবিতে মহাসড়ক অবরোধ

রাজনীতি ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ২৬ ১৭:১৫:৫২
নৌকার দাবিতে মহাসড়ক অবরোধ

অবরোধের কারণে সোমবার অন্তত দুই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।

রবিবার সিলেট জেলার ৬টি সংসদীয় আসনের মধ্যে ৫টিতে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ঘোষণা করা হয়। সিলেট-২ আসনে কোনো প্রার্থীর নাম ঘোষণা না হওয়ায় আসনটি গত নির্বাচনের মতো এবারও মহাজোটের শরিক জাতীয় পার্টিকে ছেড়ে দেয়া হচ্ছে বলে খবর আসে এলাকায়। এমন খবরে ক্ষুব্ধ হয়ে ওঠেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। নৌকা প্রতীকের দাবিতে তারা গত রবিবার সিলেট-ঢাকা মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধ করে বিক্ষোভ করেন।

সোমবার একই দাবিতে ওসমানীনগর উপজেলার শেরপুর, বেগমপুর, সাদিপুর, কলারাই বাজার, গোয়ালাবাজার, তাজপুর বাজার ও কুরুয়া বাজার এলাকায় সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এসময় মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বিক্ষুব্ধ নেতাকর্মীরা সিলেট-২ আসনে আওয়ামী লীগের যে কোনো মনোনয়ন প্রত্যাশীকে আসনটি থেকে মনোনয়ন দেয়ার দাবি জানান।

নৌকা প্রতীক ছাড়া এ আসনে জয় লাভ সম্ভব নয় বলেও দাবি করেন তারা। প্রসঙ্গত, ২০১৪ সালের নির্বাচনে এ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পান সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী। কিন্তু শেষ মুহুর্তে আসনটি মহাজোটের শরিক জাতীয় পার্টিকে ছেড়ে দিলে সেখান থেকে প্রার্থী হন ইয়াহইয়া চৌধুরী এহিয়া। স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমানের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে এহিয়া সাংসদ নির্বাচিত হলেও মূলত তার জয়ের পেছনে বড় ভূমিকা রাখেন শফিকুর রহমান চৌধুরী। এবার শফিকুর রহমান চৌধুরী ও যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী আওয়ামী লীগের মনোনয়ন চাইলেও তাদের কেউই দলীয় মনোনয়নের চিঠি পাননি।

সুত্রঃ বাংলাদেশ প্রতিদিন

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে