ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

ওবায়দুল কাদেরকে যে প্রশ্ন করলেন ড. কামালের

রাজনীতি ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ২৬ ১৭:০৯:২১
ওবায়দুল কাদেরকে যে প্রশ্ন করলেন ড. কামালের

ঐক্যফ্রন্ট প্রধান বলেন, ‘১৬ কোটি মানুষের মধ্যে যারা সচেতন, যারা দায়িত্বশীল, তাদেরকে নিজে নিজের এলাকায়,পাড়া-মহল্লায় পাহারা দিতে হবে। ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। এটা আমি বলেছি। এইটা বলার পর আমি অবাক হয়েছি, কেউ বললেন, কামাল হোসেন কি গৃহযুদ্ধের কথা বলছেন। আরে ভোটকেন্দ্র পাহারা দেওয়া কি গৃহযুদ্ধের কথা। আমি, কে বলেছে, ওর নামও নিতে চাই না।’

ড. কামাল বলেন, ‘এই মুহূর্তে দেখুন তো, নমিনেশন দেওয়ার সময়, প্রস্তাব দেওয়ার সময় শেষ হচ্ছে। ফাইলিংয়ের সময় চলে আসছে, তারপর নির্বাচন। তো, প্রথমে নেতিবাচক কথা বলে আমরা যদি নিরাশ হয়ে যাই, তখন তো নির্বাচন নাও হতে পারে। তো সেই কারণে আমি নিরাশ হওয়ার কোনো কথা বলতে চাই না।’

তিনি আরও বলেন, ‘আমরা ১৬ কোটি মানুষ আছি, দেশটা আমাদের সকলের। কোনো ব্যক্তির না, কোনো গোষ্ঠীর না, কোনো পরিবারের না। কোনো দলের না। দলের না, এটা তিনবার বলতে হবে।’

২০ দলের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে সমস্যা হচ্ছে কিনা-সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে ড. কামাল বলেন, ‘আসন ভাগাভাগি করা,সব জায়গায় হওয়ার কথা। পিঠা ভাগ করতে গেলে তো একটু টানটানি হতে পারে। তো সেই কারণে বলি, কাজটা তো চ্যালেঞ্জ। কাজ করতে গেলে করতে হবে। আমি ইতিবাচক কথা বলব। আমি নিজেও ভাবতে পারিনি, আমাদের এই জোট গঠন এত দ্রুত করা যাবে। এটা নিয়ে কেউ কোনো প্রশ্নও করে নাই, আপত্তি তোলে নাই। মানে ঘণ্টা দেড়েকের মধ্যে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিলাম, আমরা জোট গঠন করে ফেললাম।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে