ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

মনোনয়নের নামে বানরের পিঠা ভাগ করে লাভ নেই : কাদের

রাজনীতি ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ২৬ ১৭:০৩:৫২
মনোনয়নের নামে বানরের পিঠা ভাগ করে লাভ নেই : কাদের

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আমি একটি কথা বারবার আপনাদের বলেছি। এখানে মনোনয়নের নামে বানরের পিঠা ভাগ করে তো লাভ নেই। ইলেকটেবল, উইনেবল যারা প্রার্থিতার জন্য আবেদন করেছেন তারাই মনোনয়ন পাবেন। আমি একজন প্রার্থীকে মনোনয়ন দেব, তিনি ইলেকটেবল না, তিনি উইনেবল নয় এতে আমার লাভ কী।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আমি ইলেকশনে জেতার জন্য নির্বাচন করছি। অ্যা ডেমোক্রেসি ইজ অ্যা নাম্বারস গেম। এটা মনে রাখতে হবে এটা নাম্বারের লড়াই। কে কত সিট পাবে দেখতে হবে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের জনপ্রিয়তা বেড়েছে বৈ কমেনি। জনপ্রিয়তা আমরা দিনে দিনে আমাদের জনপ্রিয়তা আমাদের নেত্রী আমাদের অ্যাসেট। যার সততা,পরিশ্রমী নেতৃত্ব সারা বাংলাদেশে সমাদৃত ও প্রশংসিত বিশ্বব্যাপীও প্রশংসিত এবং আন্তর্জাতিক সমীক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনায় জনপ্রিয় রাজনীতিবিদ।’

ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগের সততা সত্তর পারসেন্ট সেভেনটি পারসেন্ট পপুলারিটি। এটা আইআরআইয়ের রিপোর্ট আওয়ামী লীগের রিপোর্ট না। ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইন্সটিটিউটের (আইআরআই)। আর বিএনপি কি সর্বশেষ আবারও সন্ত্রাসী দল। কানাডার ফেডারেল আদালতও রায় দিয়েছে বিএনপিকে। সেখানে নির্বাচনের সিডিউল ঘোষণার পরও পল্টনে তারা প্রমাণ করেছে। পুলিশের ওপর বর্বরোচিত হামলা চালিয়ে প্রমাণ করেছে তারা সন্ত্রাসী দল। কানাডার আদালত বেঠিক কোনো রায় দেয় না। সর্বশেষ নাইকো দুর্নীতি মামলা। আমাদের নেত্রীর নামও এই মামলা হয়েছিল। বাস্তবে দেখা গেল এই মামলায় আমাদের নেত্রী নির্দোষ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে