নির্বাচনে যাচ্ছি শুধু একটি কারণে : ফখরুল
মির্জা ফখরুল বলেন, ‘এমন একটা পরিবেশ যেখানে কোনো সুষ্ঠু-অবাধ নির্বাচনের কোনো অবকাশ নেই। প্রশ্ন উঠবে, তারপরও আমরা নির্বাচনে যাচ্ছি কেন? এই নির্বাচনে যাচ্ছি শুধুমাত্র একটি কারণে। এই নির্বাচনের মধ্যে দিয়ে আমরা আন্দোলন সৃষ্টি করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা মুক্ত করতে চাই, জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে চাই, আমাদের জনগণের যে ভোটাধিকার-তাকে আমরা ফেরত আনতে চাই।’
ফখরুল বলেন, ‘সেজন্যই আপনারা লক্ষ্য করেছেন সারা দেশে একটা ঐক্য গড়ে উঠেছে। আমাদের ঐক্যফ্রন্ট, ২০ দল এবং অন্যান্য দলগুলো একটিমাত্র দাবিতে তারা সবাই প্রায় একমত। যে আমরা দেশে একটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। যে নির্বাচনের মধ্য দিয়ে দেশের মানুষ তার প্রতিনিদি নির্বাচিত করতে পারে।’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জেলে থাকা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘তিনি কারাগারে। এই সরকারের প্রচণ্ড প্রতিহিংসামূলক মামলা এবং বিভিন্ন কলাকৌশলে তাকে কারাগারে আবদ্ধ করে রাখা হয়েছে দীর্ঘদিন ধরে। সঙ্গে সঙ্গে আমাদের দলের, বিরোধীদলের অসংখ্যক নেতাকর্মীকেও কারাগারে রাখা হয়েছে। নির্যাতন করা হচ্ছে, নির্যাতন করা হয়েছে, গুম করা হয়েছে ও মিথ্যা মামলা দেওয়া হয়েছে।’
নির্বাচন কমিশন নিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘নির্বাচন কমিশনার একজন পুলিশ প্রশাসনের সঙ্গে তার বক্তব্যে তিনি খুব পরিষ্কার কর বলেছেন, “পুলিশ যদি চায় তাহলে নির্বাচন নিরপেক্ষ হতে পারে। পুলিশ না চাইলে নির্বাচন নিরপেক্ষ হবে না।” তিনি তার গাজীপুর ও বরিশাল অভিজ্ঞতার কথা বলেছেন। তো এই নির্বাচন কতটুকু সুষ্ঠু ও নিরপেক্ষ হবে সে বিষয়ে আমাদের সন্দেহ এতটুকু দূর করার চেষ্টা করেননি নির্বাচন কমিশনার।’
মির্জা ফখরুল বলেন, ‘এরপরও আমরা নির্বাচনে যাচ্ছি। কারণ আমরা মনে করি, নির্বাচনের মধ্যে দিয়েই রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন সম্ভব। নির্বাচনের মধ্যদিয়েই গণতন্ত্রকে ফিরিয়ে আনা সম্ভব। সে কারণেই আমরা আজকে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে এসেছি। এই নির্বাচন কমিশনের ওপরেই নির্ভর করবে যে, তারা একটা সুষ্ঠু অবাধ নির্বাচন করতে চান কি না, তারা জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চান কি না, তারা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চান কি না, তাদের ওপর সংবিধান যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব তারা পালন করতে চান কি না।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বিপিএল মাতিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে আসছেন দুই জন
- এক নজরে দেখেনিন কে কত টাকা পুরস্কার পেলেন
- ১৪৪ ধারা জারি
- সমন্বয়ক সারজিস আলমের পরিবারে শোকের ছায়া
- এক ম্যাচের জন্য যত টাকা নিলেন রাসেল-জেমস ভিন্স-টিম ডেভিড
- ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আহত সারজিস আলম
- বিপিএলের ৮ ম্যাচে ফিক্সিং সন্দেহ, ফিক্সিংয়ে সন্দেহভাজন ক্রিকেটারদের তালিকা প্রকাশ
- ফরচুন বরিশালের একাদশ
- ধানমন্ডির ৩২ নম্বর ও দেশজুড়ে ভাঙচুরের পর আজহারী স্ট্যাটাস
- বিপিএল ফাইনাল ম্যাচের সময় সূচি
- ফাইনাল ম্যাচের জন্য ফরচুন বরিশালের একাদশ
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট
- গণধোলাইয়ের পর পুলিশের হাতে সোপর্দ সাকিব
- কোয়ালিফায়ার ম্যাচের জন্য খুলনা টাইগার্সের সম্ভাব্য সেরা একাদশ
- ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে ডিপজল গ্রেপ্তার