ঢাকা, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১

অবশেষে সাকিবকে নিয়ে মুখ খোললেন মাশরাফি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ২৬ ১৫:২২:৫৬
অবশেষে সাকিবকে নিয়ে মুখ খোললেন মাশরাফি

সাকিব আল হাসানের আঙ্গুলের অপারেশনের পর এভাবে ফিরে আসায় আনন্দিত ও উচ্ছসিত বাংলাদেশ দলের কোচ রোডস। সংবাদ সম্মেলনে এই প্রসঙ্গ আসতেই সাকিবের দারুন প্রশংসা করেছেন তিনি।

রোডস বলেন, আমি মনেকরি, আমরা প্রথম টেষ্টের যে বিষয়টি নিয়ে এখন কথা বলছি তা আমার কাছে খুবই গুরুত্বপূর্ন যে সাকিব আল হাসান এই ম্যাচে খেলেছে। এটা ছিল অসাধারন। সে মাত্র ২ বা তিন দিন নেটে অনুশীলন করেছে। আপনারা হয়তো দেখবেন সাকিব শতভাগ ফিট ছিল না। মাঠে একজন অধিনায়ক হিসেবে সে দুর্দান্ত। সে এটা বাংলাদেশের জন্য করেছে। সে পুরো জাতির জন্য করেছে। সে ওয়েস্টইন্ডিজকে হারাতে চেয়েছে এবং সে আমাদের দলের একটি গুরুত্বপূর্ন অংশ।

রোডস বলেন, যদিও সে ব্যাটিংয়ে তেমন ভাবে কিছু করতে পারেনি। কিন্তু বল হাতে ৫টি উইকেট নিয়েছে যার মধ্যে চারটিই ছিল তাদের টপঅর্ডারের। সাকিব একজন অধিনায়ক হিসেবে অনেক ভালো করেছে এবং সে দ্বিতীয় টেষ্টে আরও ভালো করবে।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ