ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

মধুদা ওমর সানী, সাংবাদিক মৌসুমী

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ২৬ ১৫:১২:২৮
মধুদা ওমর সানী, সাংবাদিক মৌসুমী

গতকাল সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এর শুভ মহরত অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন চলচ্চিত্র পরিচালক আজিজুর রহমান।

মহরতে আরও উপস্থিত ছিলেন নির্মাতা সাঈদুর রহমান সাঈদ, চিত্রনায়ক ওমর সানী, মৌসুমীসহ অনেকে।এ সময় ওমর সানী বলেন, ‘এটি আমার অভিনয় জীবনে অন্যতম একটি চলচ্চিত্র হতে যাচ্ছে। ছবির চরিত্র ফুটিয়ে তোলার জন্য অনেকদিন ধরেই নিজেকে প্রস্তুত করছি। সাঈদ ভাই আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন পরিচালক। দীর্ঘ প্রায় ১৭ বছর পর তিনি আবারও চলচ্চিত্র নির্মাণ করছেন। এমন একটি চরিত্রে অভিনয়ের সুযোগ দেওয়ায় তার প্রতি আমি কৃতজ্ঞ। আমি আমার সাধ্যমতো চরিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করবো।’

তিনি আরও বলেন, ‘মধুর ক্যান্টিন চলচ্চিত্রের কাজ শেষ হলে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ছবিটি উপহার দেব।’এ বিষয় চিত্রনায়িকা মৌসুমী বলেন, ‘সাঈদ ভাই অনেক চ্যালেঞ্জ নিয়ে ছবির কাজটি শুরু করেছেন। আশা করি, তিনি সফল হবেন।’জানা গেছে, মহরত শেষে মধুর ক্যান্টিনের সামনেই ছবির দৃশ্যধারণের কাজ শুরু হয়। আর এতে অংশ নেন মৌসুমী।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে