ঢাকা, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১

দীর্ঘ সাত মাস পর ব্যাটিংয়ে ফিরে যা বললেন নাসির

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ২৬ ১৪:৫০:১৯
দীর্ঘ সাত মাস পর ব্যাটিংয়ে ফিরে যা বললেন নাসির

প্রায় সাত মাসেরও বেশি সময় পর অনুশীলন করেছেন নাসির হোসেন। এর আগেই ফিটনেস নিয়ে কাজ শুরু করেছেন তিনি। এবার হাতে নিয়েছেন ব্যাট। প্রাথমিক ভাবে বোলিং মেশিন দিয়ে অনুশীলন করেছেন তিনি।

নাসির হোসেন বলেন, “চোট কাটিয়ে এখন ব্যাটিং শুরু করেছি। আশা করি বিপিএলের শুরু থেকে ফিরব।”

দীর্ঘদিন পর মাঠে ফেরার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত নাসির। নিজেও জানেন বড় চ্যালেঞ্জ তার সামনে। সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে ঘাম ঝরাবেন বলে জানালেন নাসির। তিনি বলেন, “অনেকদিন পর ক্রিকেটে ফেরা সব সময় বড় চ্যালেঞ্জ। প্রায় আট মাস ক্রিকেটের বাইরে ছিলাম। সাথে চোটের প্রভাব তো আছেই। তাই সব মিলিয়ে বেশ বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পরিশ্রম শুরু করছি। এখন থেকে নিয়মিত অনুশীলন করব।”

সর্বশেষ নাসির হোসেন খেলেছেন এপ্রিলে ঢাকা প্রিমিয়ার লিগে। সেই ম্যাচে ব্যাট হাতে আবাহনীর হয়ে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ১২৯ রানের ইনিংস খেলেন। বল হাতে শিকার করেন দুই উইকেট। এরপর চোটের কারণে আর খেলা হয়নি।

এ বছর এপ্রিলে সিরাজগঞ্জে ছুটি কাটাতে গিয়েছিলেন নাসির হোসেন। সেখানে মজার ছলে ফুটবল খেলতে গিয়ে মাঠে নেমে পড়েন তিনি। খেলতে গিয়ে ডানপায়ে গুরুতর চোট পান নাসির। এমআরআই করে দেখা যায় ডানহাঁটুর লিগামেন্ট ছিড়ে যায় পুরোপুরি। ছিটকে পড়েন ক্রিকেট থেকে।

চোটের কারণে এ বছর জুনে অস্ত্রোপচার করানো হয় নাসির হোসেনের। অস্ট্রেলিয়ার শল্যবিদ ডেভিড ইয়াং তার অস্ত্রোপচার করেন। গত ৮ জুন মেলবোর্নে এক হাঁটুতেই তিনটি অস্ত্রোপচার করানো হয়। চলাফেরা করতে হয়েছে ক্রাচের ওপর ভর করে। দীর্ঘদিন ছিলেন বিশ্রামে।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ