ঢাকা, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১

ওয়েস্ট ইন্ডিজকে হারাতে যে ব্র্যান্ডের বল ব্যবহার করবে বাংলাদেশ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ২৬ ১৪:০৫:৫৩
ওয়েস্ট ইন্ডিজকে হারাতে যে ব্র্যান্ডের বল ব্যবহার করবে বাংলাদেশ

চট্টগ্রাম টেস্টে জয়ের পরেই যোশিকে আগামী বিশ্বকাপ পর্যন্ত স্পিন কোচের দায়িত্বে রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।যোশি বলেন, ‘ক্যারিবীয় সিরিজে হারের পর আমরা একসঙ্গে বসে অনেক কাজ করেছি। লাল বলে খেলার সময় স্পিনারদের কি করা উচিত, সেটি নিয়ে অনেক পরিকল্পনা এবং বিশ্লেষণ হয়েছে।

একজন টেস্ট স্পিনারের অবিচল থাকতে হবে। টেস্টে গড় রানের সঙ্গে উইকেটের সামাঞ্জস্য সবসময়ই রাখার একটা চাপ থাকে। এটা অর্জন করতে গেলে একই স্থানে বোলিং করার মতো ধৈর্য থাকতে হবে। এজন্য দক্ষতা প্রয়োজন। এই দক্ষতা তৈরির জন্য প্রতিদিন দেখাশোনা প্রয়োজন।’

সদ্য সমাপ্ত প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ছয় উইকেট পেয়েছেন তাইজুল ইসলাম। এমনকি জিম্বাবুয়ে সিরিজেও ১৮ উইকেট পেয়েছিলেন তিনি। তাইজুলের এমন জ্বলে ওঠার রহস্য জানাতে যোশি বলেন, ‘আমরা জিম্বাবুয়ের বিপক্ষে এসজি টেস্ট বল ব্যবহার করেছি। কিছুদিন আগে ওয়েস্ট ইন্ডিজ ভারতে একই বলে সিরিজ খেলে এসেছে।

তাই এই টেস্টে তাঁদের বিপক্ষে আমরা কোকাবুরা ব্র্যান্ডের বল ব্যবহার করছি। তাইজুল দুই ব্র্যান্ডের বলের সঙ্গেই সহজে এবং দ্রুত মানিয়ে নিতে পেরেছে। আমরা টানা চার সপ্তাহে পর পর চারটি টেস্ট খেলেছি এবং সে যেভাবে চ্যালেঞ্জটি নিয়েছে, তা অসাধারণ।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ