ঢাকা, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১

বাবর আযম ও ক্রীড়া সাংবাদিকের কাণ্ডে তোলপাড় বিশ্বজুড়ে

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ২৬ ১২:১৪:৩০
বাবর আযম ও ক্রীড়া সাংবাদিকের কাণ্ডে তোলপাড় বিশ্বজুড়ে

নিউজিল্যান্ডের বিপক্ষে রোববার (২৫ নভেম্বর) তুলে নিলেন তার টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। আর পাক ক্রিকেটারের এমন সাফল্যে উচ্ছ্বাসিত তার ভক্তরা। টুইট বার্তায় জানাচ্ছেন অভিনন্দন। তেমনি এক অভিনন্দন বার্তা দেন পাকিস্তানের ক্রীড়া সাংবাদিক জয়নব আব্বাস। আর তা নিয়ে যত দ্বন্ধ।

জয়নব আব্বাস সেখানে বাবরের প্রশসংসা করে যে টুইট করেছেন, তাতে ক্ষেপে যান বাবর। জয়নব পাকিস্তানের প্রধান কোচ মিকি আর্থারের ছেলে বলে বাবরকে সম্বোধন করেন। এরপর ওই ক্রীড়া সাংবাদিককে সতর্ক করেন বাবর এবং সেখানে তার লেখার প্রতিউত্তরে কড়া ভাষায় কমেন্টস করেন বাবর।

পাকিস্তানি এই হার্ড হিটার লিখেন, ‘ কারো ব্যাপারে কিছু বলার আগে চিন্তা করে নিবেন। তবে কখনো সীমানা অতিক্রম করার চেষ্টা করবেন না।’

তারপরে, এই টুইটার কথোপকথন সর্বদা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। আর মানুষ এই টুইটার কথোপকথন নিয়ে সমালোচনা করছে। কেউ বলছে বাবর জয়নবের বার্তা বুঝতে পারেনি। আবার অনেকে বলছেন এটা জয়নবের ঠিক হয়নি।

জয়নব আব্বাস বর্তমানে পাকিস্তানের দুনিয়া টিভির স্পোর্টস রিপোর্টার হিসেবে কর্মরত আছেন।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ