ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

নির্বাচনে পর্যবেক্ষক টানতে ইসির উদ্যোগ

রাজনীতি ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ২৬ ১১:৩৯:১৬
নির্বাচনে পর্যবেক্ষক টানতে ইসির উদ্যোগ

রোববার পররাষ্ট্র, তথ্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সরকারের সশ্লিষ্ট দফতরের সাথে বৈঠক করে নির্বাচন কমিশন এই নির্দেশনা দেয়। বৈঠক সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, অধিক সংখ্যক বিদেশি পর্যবেক্ষক যেন নির্বাচন পর্যবেক্ষণে আসেন তার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দফতরগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে। এক্ষেত্রে তাদের জন্য অন অ্যারাইভাল ভিসা দেয়া, বিমানবন্দরে হেল্প ডেস্ক খোলা, দ্রুততার সঙ্গে পুলিশি ছাড়পত্র দিতে বলা হয়।

একই সাথে তথ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেয়া হয় বিদেশি সাংবাদিকদের সহযোগিতায় তথ্য সেল খোলার জন্য। এছাড়া বিদেশের বিভিন্ন দেশের বাংলাদেশ মিশনে আগ্রহী পর্যবেক্ষকদের সহযোগিতা করতে চিঠি দেয়ার সিদ্ধান্ত হয় গতকালের সভায়।

সার্কভুক্ত দেশগুলোর নির্বাচন কমিশনদের সংগঠন ফোরাম অব ইলেকশন ম্যানেজমেন্ট বডিস অব সাউথ এশিয়ার (ফেমবোসা)র প্রতিটি দেশ থেকে দুইজন করে সদস্যকে নির্বাচন পর্যবেক্ষণে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানাবে ইসি। দেশগুলো হলো ভারত, আফগানিস্তান, ভুটান, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা। কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, ফেমবোসার প্রতিটি দেশ থেকে তারা দুইজন প্রতিনিধিকে নির্বাচনে আমন্ত্রণ জানাবেন। ফেমবোসার ডেলিগেটদের সব ধরনের খরচ কমিশন বহন করবে।

এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনের যুগ্ম সচিব (গণসংযোগ) এসএম আসাদুজ্জামান বলেন,‘বিদেশি পর্যবেক্ষকদের নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এ বিষয়ে নীতিমালা কী, তা জানানো হয়েছে। এছাড়া বিদেশি পর্যবেক্ষকদের আসতে যেন কোনও ধরনের সমস্যার মধ্যে পড়তে না হয়, কমিশন সংশ্লিষ্ট দফতরকে সেই নির্দেশনা দেয়া হয়েছে।’

প্রসঙ্গত, ২০০১ ও ২০০৮ সালের সংসদ নির্বাচনে উল্লেখযোগ্য-সংখ্যক বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক এলেও ২০১৪ সালের নির্বাচনে ছিলো ভিন্ন চিত্র। ২০১৪ সালে ৩৫টি দেশি পর্যবেক্ষক সংস্থার ৮ হাজার ৮৭৪জন এবং মাত্র ৪জন বিদেশি পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করেন। সেখানে ২০০৮ সালে দেড়লাখের বেশি দেশি ও ৫৯৩জন বিদেশি পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করেন।

কমিশন সূত্রে জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেশ কয়েকজন দেশি পর্যবেক্ষক আগ্রহ দেখালেও সেই তুলনায় বিদেশিদের আগ্রহ এখনও দেখা যায়নি। ২০০৮ বা তার পূর্ববর্তী নির্বাচনগুলোয় উল্লেখযোগ্য-সংখ্যক পর্যবেক্ষক পাঠিয়ে নির্বাচন পর্যবেক্ষণ করা ইউরোপীয় ইউনিয়ন এবার নির্বাচন পর্য়বেক্ষণ করবে না বলে ইতোমধ্যে সরকারকে জানিয়ে দিয়েছে।

সুত্রঃ নয়া দিগন্ত

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে