ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

খুলনায় আইনজীবী সমিতির নির্বাচনের ফলাফল ঘোষণা

রাজনীতি ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ২৬ ০৯:৪৮:৩৭
খুলনায় আইনজীবী সমিতির নির্বাচনের ফলাফল ঘোষণা

এবারও আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও বিএনপি সমর্থিত সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদের ব্যানারে দুটি প্যানেলে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৪টি পদে ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে সহ-সভাপতি পদে বিএনপি সমর্থিত সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদের প্যানেলের সরদার আব্দুল জলিল ও হালিমা আক্তার খানম, যুগ্ম-সম্পাদক পদে শফিকুল ইসলাম লিটন, লাইব্রেরি সম্পাদক পদে হাবিবুর রহমান মালী এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে জয়দেব কুমার সরকার নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সদস্য পদে আব্দুস সোবাহান সরদার, ফারজানা এলিজা, এস এম সাইফুর রহমান সুমন ও মোল্লা হাবিবুর রহমান নির্বাচিত হয়েছেন।

অপরদিকে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেলের সদস্য পদে তিনজন নির্বাচিত হয়েছেন। এরা হলেন- মেহেদী হাসান, বিধানচন্দ্র ঘোষ ও মোসা. শাম্মী আক্তার। আইনজীবী সমিতির ১ হাজার ২৭৮ জন সদস্যের মধ্যে ১ হাজার ১০৪ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ছিলেন অ্যাডভোকেট আহমেদ উল্লাহ পিলু। এছাড়া সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট লিয়াকত আলী মোল্লা ও অ্যাডভোকেট আক্তার জাহান রুকু।

সুত্রঃ ইত্তেফাক

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে