ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

কলকাতা নায়িকা বাংলাদেশের যে জেলার মেয়ে, শ্রাবন্তী

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ২৬ ০২:২৮:৫৪
কলকাতা নায়িকা বাংলাদেশের যে জেলার মেয়ে, শ্রাবন্তী

শ্রাবন্তী জানিয়েছেন, ‘আমার দাদা ও বাবার বাড়ি বরিশালে। সে হিসেবে আমাকে বাংলাদেশের মেয়ে বলতে পারেন’।

তিনি বলেন, বাংলাদেশের আতিথেয়তার অনেক প্রশংসা শুনেছি। তবে আমার কাছে বাংলাদেশের ইলিশ মাছ খুব প্রিয়। কিন্তু কি কেউ না আমাকে এখনও ইলিশ খাওয়ালো না।

শ্রাবন্তী বলেন, হোটেলে খেতে খুব একটা ভালো লাগে না। এখানে দুপুরে খাবারের সময় যখন আমি কামড় দিয়ে কাঁচা মরিচ খাচ্ছিলাম তখন জাজ মিডিয়ার আজিজ ভাই বলেন, ‘আরে আপু আপনি মরিচ খাচ্ছেন এভাবে!’ উত্তরে আমি মজা করে বলেছিলাম, ‘আমি তো বরিশ্যাইলা মেয়ে। খাবো না!’

‘শিকারি’ ছবিতে শ্রাবন্তীর নায়ক ছিলেন ঢাকাই ছবির কিং শাকিব খান। শাকিব খান প্রসঙ্গে শ্রাবন্তী জানিয়েছেন, ইউটিউবে শাকিব খানের কিছু গান দেখেছি!

এখানে আসার আগে অশোক ধানুকা জি আমাকে ওর দুটো ছবিও দেখিয়েছেন। দেখেই বলেছিলাম ওকে খোঁচা খোঁচা দাড়িতে বেশ মানাবে। দেখেন আজকে কিন্তু ওকে দাড়িতে বেশ সুন্দর লাগছে!

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে