ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

৫ জানুয়ারি শুরু হচ্ছে মাশরাফি ও আশরাফুলের লড়াই।

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ২৬ ০১:০৮:০২
৫ জানুয়ারি শুরু হচ্ছে মাশরাফি ও আশরাফুলের লড়াই।

ইতোমধ্যে বিপিএলের চূড়ান্ত সময়সূচি প্রকাশ করে দিয়েছে বিসিবি।সেই সূচিতে দেখা যাচ্ছে উদ্বোধনী ম্যাচে বন্ধু মাশরাফির রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবেন আশরাফুল। এবারের আসরে আশরাফুলের দলের তুলোনায় অনেক শক্তিশালী দল ঘটন করেছে মাশরাফির রংপুর রাইডার্স।

বিপিএলের গত দুই আসরে চিটাগং ভাইকিংস নিজেদের নামের সুবিচার করতে পারেনি। অন্যদিকে মাশরাফি দায়িত্ব নেওয়ার পরেই চ্যাম্পিয়ন হয়েছে রংপুর।এবার দেখা যাক কি হয়? দীর্ঘ দিন পর বিপিএলে ফিরে নিজেকে কতটুকু মেলে ধরতে পারেন আশরাফুল।ঢাকা ছেড়ে চিটাগংয়ের দায়িত্ব নিয়ে কতটুকু অর্জন করতে পারেন।

প্রথম পর্বে ঢাকার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৪টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মোট ৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ফের ঢাকার হোম অব ক্রিকেটে ৬টি ম্যাচ আয়োজনের পর শুরু হবে চট্টগ্রাম পর্বের খেলা। যেখানে জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে ১০টি ম্যাচ আয়োজন শেষে ফের ঢাকায় ফিরবে বিপিএল। শেষ পর্বে সেমিফাইনাল, এলিমিনেটর ও ফাইনালসহ মোট ৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরের হোম অব ক্রিকেটে।

এবারের আসরের প্রতিটি ম্যাচ ডেতে দুটি করে ম্যাচ আয়োজন করা হবে। শুক্রবার ব্যাতীয় দিনের প্রথম খেলা দুপুর ১২.৩০ মিনিট থেকে শুরু হবে যেখানে রাতের খেলাটি মাঠে গড়াবে সন্ধ্যা ৫.২০ মিনিট থেকে। তাছাড়া ছুটির দিন শুক্রবারে দিনের প্রথম খেলা দুপুর ২টায় ও রাতের খেলা সন্ধ্যা ৭টায় আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে