আ.লীগের মনোনয়নে বাদের তালিকায় যারা
আগের বার নৌকার মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হওয়া বেশ কয়েকজন এবার মনোনয়ন পাননি। বাদের এ তালিকায় নাম রয়েছে দলের দুই যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমানের। বাদ পড়েছেন সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমও।
এবার ঢাকা-১৩ আসনের মনোনয়ন পাননি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। এই আসনে মনোনয়ন পেয়েছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান। প্রথমবারের মতো মনোনয়ন পাওয়া এই নেতা মনোনয়নপ্রাপ্তির চিঠি নিয়েছেন।
দলের আরেক যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান মনোনয়নবঞ্চিত হয়েছেন ফরিদপুর-১ আসন থেকে। তার স্থানে দলের প্রার্থী করা হয়েছে মঞ্জুরুল ইসলাম বুলবুলকে।
সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম পাননি মাদারীপুর-৩ আসনের মনোনয়ন। তার আসনে প্রার্থী করা হয়েছে দলের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. আবদুস সোবহান গোলাপকে। একইভাবে আরেক সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হকের শরীয়তপুর-১ আসনে প্রার্থী করা হয়েছে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ নেতা ইকবাল হোসেন অপুকে।
উল্লেখযোগ্য বাদ পড়া এমপিদের মধ্যে আরও রয়েছেন শরীয়তপুর-২ আসনের কর্নেল (অব.) শওকত আলী। তিনি অবশ্য শারীরিক অসুস্থতার কারণে দলের মনোনয়নই চাননি। এই আসনে প্রার্থী করা হয়েছে দলের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীমকে।
এবার নেত্রকোনা-৩ আসনে দলের নতুন প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন দলের সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল। বাদ পড়েছেন এই আসনের বর্তমান এমপি ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু। দলের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শ ম রেজাউল করিম পেয়েছেন পিরোজপুর-১ আসনের মনোনয়ন। যেখানে বাদ পড়েছেন বর্তমান এমপি এ কে এম এ আউয়াল (সাইদুর রহমান)।
মাগুরা-১ আসনে দলের মনোনয়ন পাননি এই আসনের বর্তমান এমপি এ টি এম আবদুল ওয়াহাব। এখানে প্রার্থী করা হয়েছে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখরকে। মৌলভীবাজার-৩ আসনে মনোনয়নবঞ্চিত হয়েছেন সাবেক সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলীর স্ত্রী অ্যাডভোকেট সৈয়দা সায়েরা মহসীন। সেখানে প্রার্থী করা হয়েছে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমেদকে। সায়েরা মহসীন স্বামীর মৃত্যুর পর এই আসনের উপনির্বাচনে বিজয়ী হয়েছিলেন।
পাবনা-২ আসনের এমপি খন্দকার আজিজুল হক আরজুর বিরুদ্ধে নানা অভিযোগ ওঠায় তিনি এবার বাদ পড়েছেন। সেখানে মনোনয়ন পেয়েছেন আহমেদ ফিরোজ কবীর। কুষ্টিয়া-৪ আসনের এমপি আবদুর রউফকে বাদ দিয়ে এবার মনোনয়ন দেওয়া হয়েছে এই আসনের সাবেক এমপি মরহুম আবুল হোসেন তরুণের ভাতিজা ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জকে। রাজশাহী-৫ আসনে আবদুল ওয়াদুদের আসনে প্রার্থী করা হয়েছে ডা. মনসুর রহমানকে। বিতর্কিত এমপি আবদুর রহমান বদির কপবাজার-৪ আসনে দলের মনোনয়ন পেয়েছেন তার স্ত্রী শাহীন আক্তার চৌধুরী।
হবিগঞ্জ-৪ আসনের এমপি মোহাম্মদ মাহবুব আলী দলের মনোনয়ন পাননি। এ আসনে প্রার্থী করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিনকে। চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে গোলাম রাব্বানীর বদলে মনোনয়ন পেয়েছেন ডা. সামিল উদ্দিন। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে গোলাম মোস্তফা বিশ্বাসের বদলে প্রার্থী করা হয়েছে জিয়াউর রহমানকে।
নওগাঁ-৫ আসনের বর্তমান এমপি আবদুল মালেক মনোনয়ন পাননি। প্রার্থী করা হয়েছে নিজাম উদ্দিন জলিল জনকে। তিনি দলের প্রয়াত সাধারণ সম্পাদক আবদুল জলিলের ছেলে। খুলনা-৬ আসনে অ্যাডভোকেট শেখ মোহাম্মদ নুরুল হকের পরিবর্তে মনোনয়ন পেয়েছেন আখতারুজ্জামান বাবু।
সিরাজগঞ্জ-৫ আসনের বর্তমান এমপি আবদুল মজিদ মণ্ডলের বদলে তার বাবা আবদুল মোমিন মণ্ডলকে দলীয় প্রার্থী করা হয়েছে। অন্যদিকে টাঙ্গাইল-৩ আসনে আমানুর রহমান রানার বদলে তার বাবা আতাউর রহমান খানকে প্রার্থী করা হয়েছে।
সুত্রঃ সমকাল
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বোর্ড মিটিং শেষ, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশের ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা
- আজ ১৮/১২/২০২৪ তারিখ, দেখেনিন আজকের ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার দাম
- ব্রেকিং নিউজ: বাংলাদেশে নেমে এলো শোকের কালো ছায়া, ৪৯৭ জন নি*হ*ত, আ*হ*ত ৭৪৭
- ওয়েস্ট ইন্ডিজকে ৩-০তে উড়িয়ে দিয়ে আইসিসি রেটিংয়ে বড় লাফ বাংলাদেশের, দেখেনিন সর্বশেষ তালিকা
- ঢাকার অবস্থা ভ*য়া*ব*হ খারাপ
- সৌদি রিয়াল রেটের বিশাল লাফ, দেখেনিন আজকের রেট কত
- অবশেষে দুই দিন পর বাড়লো সৌদি রিয়াল রেট, দেখেনিন আজকের রেট কত
- এইমাত্র পাওয়া: খুলে গেল চোখ মুস্তাফিজকে দলে নেওয়ার জন্য চিঠি পাঠিয়েছে চেন্নাই সুপার কিংস
- ব্রেকিং নিউজ: নি*হত ৮৫৮ জন, আ*হত ১১ হাজার ৫৫১ জন
- সব জল্পনা কল্পনার অবসান, ঘোষাণা দিয়ে দিলেন মুস্তাফিজ
- সৌদি রিয়াল রেটের বিশাল লাফ, দেখেনিন আজকের রেট কত
- ব্রেকিং নিউজ: হেলিকপ্টার দু*র্ঘ*ট*না*য় ভারতের সেনা প্রধান নি*হ*ত
- ব্রেকিং নিউজ: চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশের ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা
- সাকিব-তামিমের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিয়ে বোর্ড মিটিং শেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলো বিসিবি
- চট্টগ্রামের পরিস্থিতি থমথমে: ব্যাপক সং*ঘ*র্ষ, ১৫ জন আ*হ*ত