ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

অবশেষে জানালেন মাশরাফি প্রচারে নামবে কবে থেকে

রাজনীতি ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ২৫ ২৩:২৭:২৯
অবশেষে জানালেন মাশরাফি প্রচারে নামবে কবে থেকে

চূড়ান্ত মনোনয়ন পেলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলবেন, নাকি প্রচারাভিযানে ব্যস্ত থাকবেন—এটা নিয়েই সংশয়। ক্যারিবীয়দের বিপক্ষে বাংলাদেশের তিনটি ওয়ানডে ৯, ১১ ও ১৪ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৯ ডিসেম্বর। এর পর থেকেই প্রার্থীরা শুরু করতে পারবেন প্রচারণা। মাশরাফি সিরিজ খেলেই যে নির্বাচনী এলাকায় যাবেন, সেটি বোঝা গেল তাঁর বাবা গোলাম মুর্তজার কথায়, ‘‌ও খেলেই আসবে।’ বিসিবি সূত্রও জানিয়েছে একই খবর। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাশরাফি থাকবেন না, এমন খবর এখনো জানা নেই নির্বাচকদের।

কদিন আগে এসিসির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর দেশে ফিরে বিসিবি সভাপতি নাজমুল হাসান আশা প্রকাশ করেন, মাশরাফিকে পাওয়া যাবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে, ‘আমার সঙ্গে ওর যে কথা হয়েছে, তাতে ওর যখন খেলা থাকবে তখন সে খেলবে। ওর কাছে এখনো ক্রিকেটই আগে। আমি যা বলছি সেটাই যে হুবহু হবে, সেটা নয়। ও নিজেও বলছে, খেলবে। আমরা মনেপ্রাণে বিশ্বাস করি ওর যে কটা খেলা আছে সবগুলো খেলবে।’

আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও মাশরাফির ভাবনাটা হচ্ছে, বিশ্বকাপ পর্যন্ত অন্তত খেলবেন। বিশ্বকাপ দিয়েই যদি তাঁর শেষ হয়, দেশের মাঠে মাশরাফির শেষ ওয়ানডে সিরিজ হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই। বিশ্বকাপের আগে বাংলাদেশ নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডে গিয়ে খেলবে ৬টি ওয়ানডে। সে সূচিতে পরিবর্তন না এলে, দেশের মাটিতে মাশরাফির শেষ ওয়ানডে সিরিজ ক্যারিবীয়দের বিপক্ষেই। এটিও চূড়ান্ত কিছু নয়। তবে এখনো পর্যন্ত সূচি তা-ই বলছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে