ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

হিন্দু-মুসলিম উত্তেজনার টগবগে ফুটছে অযোধ্যা

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ২৫ ২১:২৫:৩৮
হিন্দু-মুসলিম উত্তেজনার টগবগে ফুটছে অযোধ্যা

রামমন্দির নির্মাণের জন্য আদালতের রায়ের দিকে তাকিয়ে না থেকে সরকারি অর্ডিন্যান্স বা নির্বাহী আদেশ জারি করার দাবি জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ।

অন্যদিকে অযোধ্যাতে রোববার আরেকটি সমাবেশ করেছে ক্ষমতাসীন বিজেপির শরিক ও মহারাষ্ট্রের হিন্দুত্ববাদী দল শিবসেনা।

সমাবেশে শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে মন্দির বানানো না-হলে বিজেপি আবার ক্ষমতায় আসতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আগে মন্দির, তারপর সরকার!

কট্টর হিন্দুত্বাদী সংগঠনের পূর্ব ঘোষিত এই সমাবেশ ও হাজার হাজার মানুষের জড় হওয়া নিয়ে অযোধ্যায় মুসলিমদের মধ্যে বেশ কয়েকদিন ধরেই আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড ও বাবরি মসজিদ অ্যাকশন কমিটির সদস্য জাফরইয়াব জিলানি বলেন, গত এক সপ্তাহ ধরে বিশ্ব হিন্দু পরিষদ অযোধ্যায় যেভাবে আতঙ্ক ছড়াচ্ছে তাতে শহরের মুসলিমরা ভয়ে সিঁটিয়ে আছেন।

এদিকে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের রাখতে সেখানে র‍্যাপিড অ্যাকশন ফোর্স ও অ্যান্টি-টেররিজম স্কোয়াডের পাঁচটি কোম্পানি মোতায়েন করা হয়েছে। প্রভিন্সিয়াল আর্মড কনস্টেবুলারির ৪২টি কোম্পানি ও হাজারখানেক পুলিশকর্মীও শহরে টহল দিচ্ছে। এছাড়া ড্রোন দিয়েওআকাশ থেকে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।

সুত্রঃ যুগান্তর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে