ঢাকা, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১

এই মাত্র শেষ হল অস্ট্রেলিয়া-ভারত টি-২০ ম্যাচ দেখুন স্কোর

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ২৫ ১৮:৩০:৩৭
এই মাত্র শেষ হল অস্ট্রেলিয়া-ভারত টি-২০ ম্যাচ দেখুন স্কোর

রবিবার (২৫ নভেম্বর) তিন ম্যাচ টি-২০ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়েছে ভারত। এতে ১-১ ব্যবধানে ড্র হয়েছে সিরিজ।

সিডনিতে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৪ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। দলের পক্ষে সর্বওচ্চ ৩৩ রান আসে ওপেনার ডি’আর্কি শর্টের ব্যাট থেকে। এছাড়া অধিনায়ক অ্যারন ফিঞ্চ ২৮, উইকেটরক্ষক ব্যাটসম্যান অ্যালেস ক্যারি ২৭ ও মার্কাস স্টয়নিস অপরাজিত ২৫ রান করেন।

ভারতের পক্ষে ক্রুনাল পান্ডিয়া একাই শিকার করেন চারটি উইকেট। এছাড়া একটি উইকেট লাভ করেন কূলদ্বীপ যাদব।

জয়ের লক্ষ্যে খেলতে নামা ভারতকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার শিখর ধাওয়ান ও রোহিত শর্মা। শিখর ৪১ রান করে সাজঘরে ফেরার পর দারুণ বল করে অস্ট্রেলিয়া। ৮ বলের ব্যবধানে কোনো রান না দিয়ে ২৩ রান করা রোহিতকেও সাজঘরে ফেরায় অজিরা। এতে বেশ চাপে পড়ে যায় ভারত। তবে সফরকারীদের চাপ দূর করেন অধিনায়ক বিরাট কোহলি। শেষপর্যন্ত ৪১ বলে ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৬১ রানের ইনিংস খেলে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন অপরাজিত কোহলি। শেষদিকে ২২ রান করে তাকে যোগ্য সঙ্গ দেন আরেক অপরাজিত ব্যাটসম্যান দীনেশ কার্তিক। ২ বল ও ৬ উইকেট হাতে রেখেই ভারত পৌঁছে যায় জয়ের বন্দরে।

অস্ট্রেলিয়ার পক্ষে দুই বছর পর দলে ফেরা মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, গ্লেন ম্যাক্সওয়েল ও অ্যান্ড্রু টাই একটি করে উইকেট শিকার করেন। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ক্রুনাল পান্ডিয়া, সিরিজ সেরা হন শিখর ধাওয়ান।

সংক্ষিপ্ত স্কোর

অস্ট্রেলিয়া ১৬৪/৬ (২০ ওভার); ক্রুনাল ৩৬/৪, কূলদ্বীপ ১৯/১

ভারত ১৬৮/৪ (১৯.৪ ওভার); কোহলি ৬১*, ধাওয়ান ৪১; জাম্পা ২২/১, ম্যাক্সওয়েল ২৫/১

ফল: ভারত ৬ উইকেটে জয়ী

সিরিজ: ভারত ১ – অস্ট্রেলিয়া ১

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ