ঢাকা, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১

বোলিং রাবাদার চোখে দেখা বিশ্বে সেরা ব্যাটসম্যান যিনি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ২৫ ১৭:১৫:২৬
বোলিং রাবাদার চোখে দেখা বিশ্বে সেরা ব্যাটসম্যান যিনি

সম্প্রতি ভারতীয় অনলাইন সংবাদ মাধ্যম স্পোর্টসকিডাকে দেয়া এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে রাবাদা বলেন, ‘এখন পর্যন্ত বিরাট কোহলি আমার দেখা সবথেকে কঠিন ব্যাটসম্যান যে কিনা প্রচুর রান করছে। আমি অন্য দলের বিপক্ষে এতটা খেলিনি।’

এখন পর্যন্ত ওয়ানডেতে কোহলিকে দুইবার আউট করতে পারলেও টেস্টে কোহলিকে আউট করার সাফল্য এখনো পাননি রাবাদা। ১১টি ওয়ানডে ও ৬টি টেস্টে কোহলির মুখোমুখি হয়েছেন রাবাদা।

একই সঙ্গে সতীর্থ তারকা পেসার ডেল স্টেইন প্রসঙ্গেও কথা বলেছেন রাবাদা। তিনি বলেন, ‘দক্ষিণ আফ্রিকার জন্য ডেল স্টেইনের অবদান অপরিসীম। সে তাঁর দলের জন্য অনেক ম্যাচ জিতেছে। সে দক্ষিণ আফ্রিকার তরুণ ক্রিকেটারের জন্য অনেক বড় প্রেরণা।আমরা মাখায়া এনটিনি, শন পোলক কিংবা অ্যালান ডোনাল্ডের মত পেসারদের তৈরি করেছি। তরুণদের প্রেরণা যোগাতে তাঁরাই যথেষ্ট।’

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ