ঢাকা, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১

হঠাৎ সাকিবকে নিয়ে যা বললেন যোশি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ২৫ ১৬:৪২:০১
হঠাৎ সাকিবকে নিয়ে যা বললেন যোশি

'সে (সাকিব) আমাদের তরুণ স্পিনারদের জন্য একজন রোল মডেল। যে যেরূপ কোয়ালিটি ক্রিকেট প্রদর্শন করে তাতে বিশ্বের সকলেই তাঁকে অনুসরণ করে। পাশাপাশি বিভিন্ন লীগে খেলার অভিজ্ঞতা এবং জ্ঞানের দিক থেকেও সে অনেক এগিয়ে। আমি আসলেই অনেক বেশি ভাগ্যবান যে আমাদের সাকিব আছে সকলকে অনুপ্রাণিত করার জন্য।'

যোশি আরও যোগ করেন, ' আমাদের সাকিব আছে সামনে থেকে নেতৃত্ব দেয়ার জন্য, সে স্পিনারদের অনুপ্রেরণা যোগায় আমার সাথে কাজ করার ক্ষেত্রে। এটি সময়ের সাথে সাথেই তৈরি হয়েছে আসলে। তাঁরা আমার সাথে বেশ সাবলীল এবং আমিও তাঁদের সাথে। আমরা এক সাথে সময় কাটাতে উপভোগ করি, স্পিন নিয়ে কথা বলী এবং অবশ্যই ফলাফল নিয়েও।'

শুধু সাকিবই নন, মেহেদি হাসান মিরাজ এবং তাইজুলদের মতো স্পিনাররদেরও প্রশংসা করেছেন যোশি। বলেছেন, 'সাকিব প্রত্যেক স্পিনারের কাছে একটি ভাল প্রতিবেদন তুলে ধরতে সক্ষম হয়েছে, পাশাপাশি তাইজুল এবং মিরাজও।'

উইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে অভিষেক হয়েছে ১৭ বছর বয়সী স্পিনার নাইম হাসানের। আর টেস্টের প্রথম ইনিংসেই ৫ উইকেট শিকার করে নিজের জাত চিনিয়েছেন তিনি। ৬ফিট ২ ইঞ্চি উচ্চতার এই তরুণ আগামীতে বাংলাদেশের স্পিন আক্রমণের নেতৃত্ব দিবেন বলেও বিশ্বাস করছেন অনেকে। যোশিও আশাবাদী নাইমকে নিয়ে। তাঁর ভাষায়,

'আমাদের দলে এখন একজন নতুন ছেলে আছে, নাইম হাসান যে কিনা দুর্দান্ত এক বোলার। তাঁর উচ্চতা ৬ফিট ২ ইঞ্চি, ১৭ বছর বয়সী একজন দারুণ অফ স্পিনার। নিজের অভিষেক টেস্টেই সে পাঁচ উইকেট শিকার করেছে, কি অসাধারণ প্রতিভা!'

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ