ঢাকা, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা দলে জায়গা পেলো যে টাইগ্রিস

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ২৫ ১৪:৪০:৩৫
আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা দলে জায়গা পেলো যে টাইগ্রিস

আইসিসি কতৃক প্রকাশিত সেরা দলে সর্বোচ্চ তিনজন করে ক্রিকেটার জায়গা পেয়েছেন ভারত ও ইংল্যান্ড থেকে। তাছাড়া প্রতিযোগিতার ঘোষিত সেরা দলে অস্ট্রেলিয়া থেকে দুজন ক্রিকেটার, উইন্ডিজ, নিউজিল্যান্ড ও পাকিস্তান থেকে জায়গা পেয়েছেন একজন করে প্রমীলা ক্রিকেটার।

এশিয়া কাপ জয়ের স্মৃতি নিয়ে সদ্য সমাপ্ত প্রতিযোগিতায় খেলতে যাওয়া বাংলাদেশ নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি। অধরা জয়ের দেখা না পেয়েই প্রতিযোগিতা থেকে ছিটকে পড়ে বাঘিনীরা। দলের নাজেহাল অবস্থা দেখা গেলেও বল হাতে প্রতিযোগিতাটিতে দ্যুতি ছড়িয়ে আইসিসির সেরা দলে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের পেসার জাহানারা আলম।

আসরে খেলা ৪ ম্যাচ থেকে ৫.০৮ ইকোনমি রেটে মোট ৬ উইকেট শিকার করে ১২তম সদস্য হিসেবে আইসিসির সেরা দলে জায়গা করে নিয়েছেন প্রমীলা এ ক্রিকেটার।

আসরে ৬ ম্যাচ থেকে ২২৫ রান করে ওপেনার হিসেবে আইসিসির ঘোষিত দলে জায়গা পেয়েছেন আলিসা হেলি। তার সঙ্গী হিসেবে নির্বাচিত হয়েছেন ৫ ম্যাচ থেকে ১৭৮ রান করা ভারতের স্মৃতি মান্দনা। বাকি দুই ব্যাটারের মধ্যে ৫ ম্যাচে ১০৭ রান করে অ্যামি জোনস ও ১৮৩ রান করে হারমানপ্রিত কর নিজেদের ধরে রেখেছেন এ দলে।

১২১ রানের সাথে ১০ উইকেট নিয়ে অলরাউন্ডার হিসেবে একমাত্র উইন্ডিজ প্রমীলা ক্রিকেটার হিসেবে এ তালিকায় রজায়গা পেয়েছেন দীন্দ্র ডটিন। দলে উইকেটরক্ষক ব্যাটার হিসেবে একমাত্র ক্রিকেটার হিসেবে পাকিস্তান থেকে রয়েছেন জাভেরিয়া খান।

বাকি পাঁচ বোলারের মধ্যে ৬ ম্যাচ থেকে ৯ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার অ্যালিসে প্যারি, ৪ ম্যাচ থেকে ৮ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের ক্যাসপেরেক, ৭ উইকেট শিকারে ইংল্যান্ডের অ্যানয়া জায়গা করে নিয়েছেন দলটি।

তাছাড়া আসরে ৮ উইকেট শিকারে এ তালিকায় রয়েছেন আরেক ইংলিশ বোলার ক্রিস্টি গর্ডন। একাদশতম ক্রিকেটার হিসেবে দলে জায়গা পাওয়া ভারতের পোনম যাদবের উইকেটসংখ্যাও ৫ ম্যাচ থেকে ৮টি।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ