ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রাহায়ণ ১৪৩১

নির্বাচনে আইন অমান্যকারীদের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের যে নির্দেশ দিলেনঃ সিইসি ভিডিওসহ

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ২৫ ১৪:০৯:৪১
নির্বাচনে আইন অমান্যকারীদের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের যে নির্দেশ দিলেনঃ সিইসি ভিডিওসহ

সিইসি আরো বলেন, ‘নির্বাচনে সব রাজনৈতিক দলের প্রার্থী যেন সমান সুযোগ পায় তা নিশ্চিত করতে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে।’

নির্বাচনে প্রিজাইডিং অফিসাররা যাতে নিরপেক্ষ থাকেন সে বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখতেও নির্বাহী ম্যাজেস্ট্রেটদের নির্দেশ দেন তিনি। একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন ভবন অডিটরিয়ামে সকাল সাড়ে ১০টায় শুরু হয় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সঙ্গে নির্বাচনের আচরণবিধি নিয়ে কমিশনের ব্রিফিং।

প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার নেতৃত্বে ব্রিফিং এ উপস্থিত রয়েছেন ৪ কমিশনারসহ ইসি সচিব। আজ তিন ধাপের ব্রিফিং এর দ্বিতীয় দিনে ব্রিফ করা হচ্ছে সিলেট, বরিশাল ও চট্টগ্রামের ২৩০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে।

এদিকে, ইউপি, পৌরসভা, উপজেলা, জেলা ও সিটি করপোরেশনের নির্বাচিত জনপ্রতিনিধিরা পদে থেকে সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবে না বলে শনিবার নির্বাচন কমিশন সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ এই বিষয়ে পরিপত্র জারি হওয়ার কথা রয়েছে।

ভিডিওটি দেখতে এখনেক্লিক করুন

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে