ঢাকা, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১

রেটিং বাড়ল বাংলাদেশের দেখেনিন কোন দেশ কোন আবস্থানে

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ২৫ ১২:৫০:২১
রেটিং বাড়ল বাংলাদেশের দেখেনিন কোন দেশ কোন আবস্থানে

সিরিজের প্রথম টেস্টে সফরকারীদের বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়ে নিজেদের নামের পাশে ৩ রেটিং পয়েন্ট যুক্ত করেছে সাকিব আল হাসান ও তার সতীর্থরা। ৬১ রেটিং নিয়ে সিরিজ শুরু করা বাংলাদেশের প্রথম টেস্ট জেতায় রেটিং বেড়ে দাঁড়িয়েছে ৬৪ পয়েন্টে।

পক্ষান্তরে, র‍্যাঙ্কিংয়ে নিচের অবস্থানে থাকা বাংলাদেশের বিপক্ষে হেরে রেটিং পয়েন্ট হারিয়েছে সফরকারী উইন্ডিজ। ৭৬ রেটিং নিয়ে সিরিজ শুরু করা ক্যারিবীয়ানদের প্রথম টেস্টে হারের পর রেটিং পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৭৪ পয়েন্টে।

রেটিং পয়েন্টে পরিবর্তন আসলেও আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে পরিবর্তন আসেনি কোনো দলের অবস্থানেই। এদিকে সিরিজের শেষ টেস্টে জিতলেও টেস্ট র‍্যাঙ্কিংয়ে পরিবর্তন আসবে না দল দুটোর অবস্থানেও। তবে ঢাকা টেস্ট জিতলে উইন্ডিজকে র‍্যাঙ্কিংয়ে টপকানোর আরও এক ধাপ ওপরে ওঠে আসবে স্বাগতিকরা।

সিরিজ নির্ধারণী দ্বিতীয় ও শেষ টেস্টে সফরকারীদের বিপক্ষে জিততে পারলে বাংলাদেশের রেটিং বেড়ে দাঁড়াবে ৬৭ পয়েন্টে। সেক্ষেত্রে উইন্ডিজের রেটিং কমে দাঁড়াবে ৭২ এ। তবে সিরিজের শেষ টেস্টে যদি সফরকারীদের কাছে হেরে বসে সাকিবরা, সেক্ষেত্রে স্বাগতিকদের অবনমন ঘটবে রেটিংয়ে। ১-১ ব্যবধানে সিরিজ শেষ হলে বাংলাদেশের রেটিং পয়েন্ট ফের কমে দাঁড়াবে ৬৩ তে, যা উইন্ডিজদের ক্ষেত্রে বেড়ে দাঁড়াবে ৭৫ রেটিংয়ে।

বর্তমানে ১১৬ পয়েন্ট নিয়ে যথারীতি টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে অবস্থান ভারতের। তাদের চেয়ে ১০ পয়েন্ট কম নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে দক্ষিণ আফ্রিকা। তাকিলার তিনে ইংল্যান্ড, চারে নিউজিল্যান্ড ও পাঁচে রয়েছে অস্ট্রেলিয়া। পাকিস্তানের চেয়ে মাত্র ২ রেটিংয়ে এগিয়ে থেকে তালিয়ার ষষ্ঠ অবস্থানে নিজেদের ধরে রেখেছে শ্রীলঙ্কা। এরপরের দুই অবস্থান অর্থাৎ আট ও নয় নম্বরস্থানে রয়েছে উইন্ডিজ ও বাংলাদেশ। তালিকায় সবার তলানিতে রয়েছে জিম্বাবুয়ে।

এক নজরে সবশেষ আইসিসি টেস্ট র‍্যাঙ্কিং-

১. ভারত – ১১৬ রেটিং।

২. দক্ষিণ আফ্রিকা- ১০৬ রেটিং।

৩. ইংল্যান্ড- ১০৫ রেটিং।

৪.নিউজিল্যান্ড- ১০২ রেটিং।

৫. অস্ট্রেলিয়া- ১০২ রেটিং।

৬. শ্রীলঙ্কা- ৯৭ রেটিং।

৭. পাকিস্তান- ৯৫ রেটিং।

৮. উইন্ডিজ- ৭৪ রেটিং।

৯. বাংলাদেশ- ৬৭ রেটিং।

১০. জিম্বাবুয়ে- ১৩ রেটিং।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ