২য় টেস্টে পরিবর্তন হচ্ছে ১১, ওপেনিংয়ে আসছে পরিবর্তন

বাংলাদেশের দেওয়া ২০৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৩৯ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ দল। ৬৪ রানের জয় নিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেল বাংলাদেশ দল। শুরুতেই ওয়েস্ট ইন্ডিজের উইকেট তুলে নেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কাইরন পাওয়েলকে আউট করে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে ২০০ উইকেট নিলেন সাকিব আল হাসান।
পরের ওভারে এসে আবারো আঘাত হানেন সাকিব আল হাসান। শাই হোপকে ৩ রানে আউট করেন সাকিব। সাকিবের পরের ওভারেই বল করতে এসে প্রথম বলে উইকেট তুলে নিলেন তাইজুল ইসলাম। ক্রেইগ ব্র্যাথওয়েটকে এল বি ডব্লিউ ফাঁদে ফেলেন তিনি। ওভারের পঞ্চম বলে রস্টন চেজকে শূন্য রানেই প্যাভিলিয়নে ফেরান তাইজুল।
মোট ৬ ওভারে ১১ রানের মধ্যেই ৪ উইকেট হারিয়ে এখন মহা বিপদে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। লাঞ্চ বিরতি থেকে ফিরেই বাংলাদেশি বোলারদের চার ছক্কা মেরে বিপদে ফেলে দেন শিমরন হেটমেয়ার। বিপদজনক হয়ে ওঠার আগেই দলীয় ৪৪ রানের মাথায় তাকে আউট কজন মেহেদি হাসান মিরাজ। তবে এর পরই চলে তাইজুল শো।
দলীয় ৫১ রানের মাথায় শেন ডওরিচকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন তাইজুল ইসলাম। এরপর দেবেন্দ্র বিশুকে ৫ রানে ক্লিন বোল্ড এবং কেমার রোচকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ক্যারিয়ারে সপ্তমবারের মতো ৫ উইকেট এর দেখা পেলেন তাইজুল। কিন্তু এর পরেই ঘুরে দাঁড়ায় ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশের জন্য গলার কাঁটা হয়ে ওঠে অষ্টম উইকেটে জুটি। জোমেল ওয়ারিক্যান এবং সুনীল অ্যামব্রিস এর জুটিতে জয়ের স্বপ্ন দেখে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু এই উইকেট জুটি কে ভাঙেন মেহেদি হাসান মিরাজ। ৬৩ রানের এই জুটি ভাঙ্গেন মেহেদি হাসান মিরাজ। জোমেল ওয়ারিক্যানকে ৪১ রানে আউট করেন তিনি। এর পরের ওভারে ৪৩ রান করা সুনীল অ্যামব্রিসকে আউট করে জয় নিশ্চিত করেন তা ইজুল ইসলাম।
চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন লাঞ্চের আগে শেষ বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। দেবেন্দ্র বিশুর দারুণ বোলিংয়ে ১২৫ রানেই অলআউট বাংলাদেশ। প্রথম ইনিংসের লিড সহ বাংলাদেশের সংগ্রহ ২০৩ রান। জয়ের জন্য ২০৪ রানের লক্ষ্য নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ।
বৃহস্পতিবার প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে সব উইকেট হারিয়ে ৩১৫ রান সংগ্রহ করে বাংলাদেশে। এরপর শুক্রবার প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ২৪৬ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। একই দিনে শেষ সেশনে ৭৮ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করেছিল লাল-সবুজরা।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, ইমরুল কায়েস/ সৌম্য সরকার, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও নাইম হাসান।
খেলা - এর সব খবর
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আছিয়ার শেষ স্বীকারোক্তি: আছিয়া নিজে বলে গেছে ধ/র্ষণ করেছে কে (ভিডিওসহ)
- আইপিএলে তাসকিনকে দলে নিবে কি না জানিয়ে দিলো লখনৌ
- শেয়ারবাজারে কারসাজি: বিএসইসি'র কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্তে সামনে এলো গুরুত্বপূর্ণ নাম
- দ্য হান্ড্রেডে বাংলাদেশের ২৯ ক্রিকেটার শেষ হলো নিলাম
- আছিয়ার ধ/র্ষক দুলাভাই কে নিয়ে তথ্য দিলেন তার শ্রেণী শিক্ষক মাহফুজ
- ব্রাজিল বনাম কলম্বিয়া: হাইভোল্টেজ লড়াইয়ের পরিসংখ্যান ও সম্ভাব্য একাদশ
- শিশু আছিয়া ধ/র্ষণ ও হ/ত্যা মামলার প্রধান আসামী হিটু শেখের আদালতে স্বীকারোক্তি
- শেখ হাসিনার দেশে ফিরে আসা নিয়ে ট্রাম্পের পোস্ট জানা গেল সত্যতা
- দুই কোটি নয় মুস্তাফিজকে দলে নিতে কলকাতাকে গুনতে হবে ৬.৫ কোটি রুপি
- মুস্তাফিজ নাকি তাসকিন আইপিএল খেলার জন্য কাকে এনওসি দিবে বিসিবি
- ৭৫ লাখ রুপিতে আইপিএলে দল পেলেন মুস্তাফিজের সতীর্থ
- লারার রেকর্ড ভেঙে টেস্টে ৪০৪ রানের ইনিংস খেললেন বাংলাদেশের মুস্তাকিম
- অর্থ মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন: সরকারি কর্মকর্তা–কর্মচারীদের জন্য সুখবর
- আওয়ামী লীগের পতনের কারণ
- বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার (১৯ মার্চ ২০২৫)