ঢাকা, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১

আজো সাইকেলের প্যাডেল মেরে স্টেডিয়ামে এসেছিলামঃ তাইজুল ইসলাম

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ২৪ ২১:১৫:৪৭
আজো সাইকেলের প্যাডেল মেরে স্টেডিয়ামে এসেছিলামঃ তাইজুল ইসলাম

নিতান্তই সাদাসিধে, কথাবার্তায় তারকাসুলভ কোনো ব্যাপার নেই। জাতীয় দলের আশপাশে থাকা ক্রিকেটাররাও যেখানে সাধারণত ব্যক্তিগত গাড়ি কিংবা মোটরসাইকেলে চলাফেরা করেন, সেখানে তাইজুলকে সাইকেলের প্যাডেল মেরে অনেক সময় আসতে দেখা যায় শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

তবে তাইজুলকে মাঠের লড়াইয়ে বড় তারকাই মানতে হবে। মাঠের বাইরে সাধাসিধে জীবনযাপন, ২২ গজে ফণা তোলেন বাঁহাতি স্পিনে। টেস্ট-ওয়ানডে দুটিতেই তাঁর মতো স্বপ্নের সূচনা খুব কম ক্রিকেটারেরই হয়েছে। টেস্ট অভিষেকে ইনিংসে ৫ উইকেট নিয়েছেন। বাংলাদেশের হয়ে টেস্টে সেরা বোলিংয়ের রেকর্ডও এই বাঁহাতি স্পিনারের। ওয়ানডে অভিষেকেই যে হ্যাটট্রিক করা যায়, সেটিও তাইজুলই প্রথম দেখিয়েছেন সবাইকে।

তাইজুল ইসলামের ৬ উইকেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচে তিন দিনেই ম্যাচে জয়লাভ করে নিয়েছে বাংলাদেশ দল। ২০১৮ সালের দুর্দান্ত ফর্মে রয়েছেন বাংলাদেশ জাতীয় দলের স্পিনার তাইজুল ইসলাম। এবছর বাংলাদেশ জাতীয় দলের হয়ে টেস্ট ক্রিকেটে মাত্র ৬ ম্যাচে তুলে নিয়েছেন ৪০ টি উইকেট।ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ ক্যারিয়ারের সপ্তম বারের মতো পাঁচ উইকেট তুলে নিয়েছেন তাইজুল ইসলাম।

২০১৮ সালে এখন পর্যন্ত ১১ ইনিংসে ৪০ টি উইকেট লাভ করেছেন তাইজুল ইসলাম। যার মধ্যে পাঁচ উইকেট তুলে নিয়েছেন চারবার। তাইতো ২০১৮ সালে সর্বোচ্চ উইকেট সংগ্রহের তালিকায় সেরা চারে উঠে এসেছেন তাইজুল ইসলাম।

তাইজুল এর উপরে রয়েছে দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলার কাগিসো রাবাদা, ইংল্যান্ডের ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসন এবং শ্রীলঙ্কান দিলরুয়ান পেরেরা। তবে তাইজুলের থেকে অনেক বেশি ম্যাচ খেলেছেন এই তিন বোলার।

দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার কাগিসো রাবাদা ১৮ ইনিংসে ৪৬ উইকেট লাভ করে সবার উপরে রয়েছেন। এরপরে রয়েছে জেমস অ্যান্ডারসন। তিনি ২২ ইনিংসে ৪৩ উইকেট নিয়েছে। শ্রীলংকান দিলরুয়ান পেরেরা ১৭ ইনিংসে ৪১ উইকেট নিযেছে।

চারে থাকা তাইজুল এখন পয়ন্ত ১১ ইনিংসে ৪০ উইকেট নিয়েছে তবে এরপরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আরো একটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। ফলে এদেরকে ছাড়িয়ে ২০১৮ সালের টপ উইকেট স্কোরের সামনে দাঁড়িয়ে তিনি।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ