ঢাকা, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১

বিপিএল ২০১৯ আসরের সূচি প্রকাশ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ২৪ ২০:৩৫:৩২
বিপিএল ২০১৯ আসরের সূচি প্রকাশ

৫ জানুয়ারি থেকে বিপিএল

মোট পাঁচ পর্বে অনুষ্ঠিত হবে বিপিএলের ষষ্ঠ আসর। ঢাকা পর্ব দিয়ে আসরের উদ্বোধনের পর সিলেট, ঢাকা, চট্টগ্রাম ও সবশেষে ফের ঢাকা পর্ব দিয়ে পর্দা নামবে বিপিএলের ষষ্ঠ আসরের। প্রথম পর্বে ঢাকার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৪টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মোট ৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ফের ঢাকার হোম অব ক্রিকেটে ৬টি ম্যাচ আয়োজনের পর শুরু হবে চট্টগ্রাম পর্বের খেলা। যেখানে জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে ১০টি ম্যাচ আয়োজন শেষে ফের ঢাকায় ফিরবে বিপিএল। শেষ পর্বে সেমিফাইনাল, এলিমিনেটর ও ফাইনালসহ মোট ৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরের হোম অব ক্রিকেটে।

এবারের আসরের প্রতিটি ম্যাচ ডেতে দুটি করে ম্যাচ আয়োজন করা হবে। শুক্রবার ব্যাতীয় দিনের প্রথম খেলা দুপুর ১২.৩০ মিনিট থেকে শুরু হবে যেখানে রাতের খেলাটি মাঠে গড়াবে সন্ধ্যা ৫.২০ মিনিট থেকে। তাছাড়া ছুটির দিন শুক্রবারে দিনের প্রথম খেলা দুপুর ২টায় ও রাতের খেলা সন্ধ্যা ৭টায় আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিপিএল ২০১৯ আসরের পূর্ণাঙ্গ সূচি-

ঢাকা পর্ব, প্রথম ধাপ (৫-১৩ জানুয়ারি), শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।

তারিখ প্রতিপক্ষ৫.১.২০১৯ রংপুর রাইডার্স বনাম চিটাগং ভাইকিংস।৫.১.২০১৯ ঢাকা ডায়নামাইটস বনাম রাজশাহী কিংস।৬.১.২০১৯ কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম সিলেট সিক্সার্স।৬.১.২০১৯ খুলনা টাইটান্স বনাম রংপুর রাইডার্স।৮.১.২০১৯ ঢাকা ডায়নামাইটস বনাম খুলনা টাইটান্স৮.১.২০১৯ কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম রংপুর রাইডার্স।৯.১.২০১৯ সিলেট সিক্সার্স বনাম চিটাগাং ভাইকিংস।৯.১.২০১৯ খুলনা টাইটান্স বনাম রাজশাহী কিংস।১১.১.২০১৯ ঢাকা ডায়নামাইটস বনাম রংপুর রাইডার্স।১১.১.২০১৯ কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম রাজশাহী কিংস।১২.১.২০১৯ চিটাগং ভাইকিংস বনাম খুলনা টাইটান্স।১২.১.২০১৯ ঢাকা ডায়নামাইটস বনাম সিলেট সিক্সার্স।১৩.১.২০১৯ রংপুর রাইডার্স বনাম রাজশাহী কিংস।১৩.১.২০১৯ চিটাগং ভাইকিংস বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

সিলেট পর্ব, দবিতীয় ধাপ (১৫-১৯ জানুয়ারি), সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।১৫.১.২০১৯ খুলনা টাইটান্স বনাম রাজশাহী কিংস।১৫.১.২০১৯ সিলেট সিক্সার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স।১৬.১.২০১৯ ঢাকা ডায়নামাইটস বনাম রাজশাহী কিংস।১৬.১.২০১৯ সিলেট সিক্সার্স বনাম রংপুর রাইডার্স।১৮.১.২০১৯ সিলেট সিক্সার্স বনাম ঢাকা ডায়নামাইটস।১৮.১.২০১৯ খুলনা টাইটান্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স।১৯.১.২০১৯ সিলেট সিক্সার্স বনাম রংপুর রাইডার্স।১৯.১.২০১৯ চিটাগং ভাইকিংস বনাম খুলনা টাইটান্স। ঢাকা পর্ব, তৃতীয় ধাপ (২১-২৩ জানুয়ারি), শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।২১.১.২০১৯ কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম রাজশাহী কিংস।২১.১.২০১৯ ঢাকা ডায়নামাইটস বনাম চিটাগং ভাইকিংস।২২.১.২০১৯ খুলনা টাইটান্স বনাম রংপুর রাইডার্স।২২.১.২০১৯ ঢাকা ডায়নামাইটস বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স।২৩.১.২০১৯ চিটাগং ভাইকিংস বনাম রাজশাহী কিংস।২৩.১.২০৯ খুলনা টাইটান্স বনাম সিলেট সিক্সার্স।

চট্টগ্রাম পর্ব, চতুর্থ ধাপ (২৫-৩০ জানুয়ারি), জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।২৫.১.২০১৯ সিলেট সিক্সার্স বনাম রাজশাহী কিংস।২৫.১.২০১৯ চিটাগং ভাইকিংস বনাম রংপুর রাইডার্স।২৬.১.২০১৯ সিলেট সিক্সার্স বনাম খুলনা টাইটান্স।২৬.১.২০১৯ চিটাগং ভাইকিংস বনাম রাজশাহী কিংস।২৮.১.২০১৯ খুলনা টাইটান্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স।২৮.১.২০১৯ ঢাকা ডায়নামাইটস বনাম রংপুর রাইডার্স।২৯.১.২০১৯ চিটাগং ভাইকিংস বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স।২৯.১.২০১৯ রংপুর রাইডার্স বনাম রাজশাহী কিংস।৩০.১.২০১৯ চিটাগং ভাইকিংস বনাম ঢাকা ডায়নামাইটস।৩০.১.২০১৯ সিলেট সিক্সার্স বনাম রাজশাহী কিংস। ঢাকা পর্ব, শেষ ধাপ (১- ৮ ফেব্রুয়ারি), শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।১.২.২০১৯ ঢাকা ডায়নামাইটস বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স১.২.২০১৯ চিটাগং ভাইকিংস বনাম সিলেট সিক্সার্স।২.২.২০১৯ কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম রংপুর রাইডার্স।২.২.২০১৯ ঢাকা ডায়নামাইটস বনাম খুলনা টাইটান্স।

৪.২.২০১৯ এলিমিনেটর (পয়েন্ট টেবিলের তৃতীয় দল বনাম চতুর্থ দল)।৪.২.২০১৯ কোয়ালিফায়ার ১ (পয়েন্ট টেবিলের শীর্ষ দল বনাম দ্বিতীয়স্যহানে থাকা দল)

৬.২.২০১৯ কোয়ালিফায়ার ২ (কোয়ালিফায়ার ১ পরাজিত বনাম এলিমিনেটর জয়ী।

৮.২.২০১৯ ফাইনাল (কোয়ালিফায়ার ১ জয়ী বনাম কোয়ালিফায়ার ২ জয়ী)।৯.২.২০১৯ রিজার্ভ ডে (ফাইনাল)।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ