ঢাকা, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১

বিশ্বসেরা টেস্ট বলারদের তালিকায় প্রথম স্থানে রয়েছে যে টাইগারের নাম

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ২৪ ১৮:৫৭:১২
বিশ্বসেরা টেস্ট বলারদের তালিকায় প্রথম স্থানে রয়েছে যে টাইগারের নাম

চলতি এক ক্যালেন্ডার ইয়ারে এখন পর্যন্ত ৭টি টেস্ট খেলে মোট ৪০ উইকেট নিয়েছেন তাইজুল। এতেই তিনি এই বছরে সাদা পোশাকে উইকেট শিকারের সংখ্যায় চার নম্বরে উঠে এসেছেন। তার সামনে সর্বোচ্চ ৪৬ উইকেট নিয়ে আছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা, ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন আছেন ৪৩ উইকেট নিয়ে এবং ৪১ উইকেট নিয়ে আছেন শ্রীলঙ্কার দিলরুয়ান পেরেরা।

চলতি বছর রাবাদা খেলবেন একটি টেস্ট। পেরেরা খেলবেন দুটি। তবে অ্যান্ডারসন আর কোনো টেস্ট খেলবেন না। অন্যদিকে আগামী ৩০ নভেম্বর থেকে উইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচটাই হবে বাংলাদেশ ও তাইজুলের জন্য বছরের শেষ টেস্ট।

অথচ দেখুন, যাদের সঙ্গে তাইজুল প্রতিযোগিতা করছেন, তারা অনেক বেশি ম্যাচ খেলেছেন। পেরেরা খেলবেন ১১টি টেস্ট, রাবাদা খেলবেন ১০টি আর অ্যান্ডারসন খেলেছেন ১২টি ম্যাচ। এই অসম লড়াইয়ে নিজেকে কোথায় নিয়ে যেতে পারেন তাইজুল, সেটাই এখন দেখার।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ