ঢাকা, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১

অ্যামব্রিসের আউট নিয়ে বিতর্ক, জবাব দিলেন সাকিব

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ২৪ ১৭:২১:১৩
অ্যামব্রিসের আউট নিয়ে বিতর্ক, জবাব দিলেন সাকিব

সাকিব আল হাসান ও তাইজুল ইসলাম জোড়া উইকেট নিয়ে চোখ রাঙ্গানি দিচ্ছিলেন রীতিমত। মধ্যাহ্ন বিরতির পর শিমরন হেটমায়ার দ্রুত ২৭ রান তুলে নিলেও বেশীক্ষণ স্থায়ী হয় নি তাঁর ইনিংস।

তাইজুল ও মিরাজের স্পিন উইন্ডিজ মিডেল অর্ডার ব্যাটসম্যানরা সামলে উঠতে পারছিলেন না, কিন্তু ব্যক্তিক্রম ছিলেন সুনিল অ্যামব্রিস। এক প্রান্ত আগলে রেখে রান বের করে নিচ্ছিলেন তিনি। তবে সঙ্গীর অভাবে জুটি গড়তে পারছিলেন না তিনি।

শেষ পর্যন্ত জোমেল ওয়ারিকেনের সাথে নবম উইকেটে ৬৩ রানের জুটি গড়ে উইন্ডিজ দলকে আশা দেখান অ্যামব্রিস। জুটিতে ওয়ারিকেনের অবদান ছিল ৪১ রান। এই দুইয়ের ব্যাটিং টাইগার ক্যাম্পে চিন্তা বাড়াতে থাকে।

মিরাজের বোলিংয়ে ওয়ারিকেন যখন আউট হন তখন উইন্ডিজ দল লক্ষ্য থেকে ৬৫ রান দূরে ছিল। সর্বশেষ উইকেটে শ্যানন গ্যাব্রিয়েলকে নিয়ে অসাধ্য সাধনের পথে এগোচ্ছিলেন অ্যামব্রিস। কিন্তু দলীয় ১৩৯ রানে তাইজুলের বলে কট বিহাইন্ড হন অ্যামব্রিস। ফরওয়ার্ড ডিফেন্স খেলতে গিয়ে স্পিনে পরাস্ত হন তিনি।

শেষ উইকেট পতনের উল্লাস যখন বাংলাদেশ ক্যাম্পে, তখন উইকেটে রিভিউর আবেদন করতে দেখা যায় 'অসহায়' অ্যামব্রিসকে। কারণ বলটি কিপার মুশফিকের গ্লাভসে যাওয়ার আগে ব্যাট কিংবা গ্লাভস ছুঁয়ে যায় নি। কিন্তু রিভিউ না থাকায় অগত্যা সাজঘরের পথ ধরতে হয় এই তরুন উইন্ডিজ ব্যাটসম্যানকে। এই প্রসঙ্গে সাকিব বলেছেন,

'আমি ডাকতাম না। কারণ, উইকেটরক্ষক খুব আত্মবিশ্বাসী ছিল। ওরা রিভিউ নেওয়ার পরও ও বলছিল, এটা আউট। স্বাভাবিকভাবেই আমি তাঁকে বিশ্বাস করব, ওদের ব্যাটসম্যানকে বিশ্বাস না করে।'

চট্রগ্রাম টেস্টে অ্যামব্রিসের আউট ও সাকিবের মন্তব্য খেলোয়াড় সুলভ আচরণ নিয়ে নতুন করে তর্কের জন্ম দিতে পারে। ক্রিকেটের নিয়ম বলে অ্যামব্রিস আউট, কিন্তু এই পেশাদার ক্রিকেটের যুগে বাংলাদেশের বাস্তবতায় একজন ব্যাটসম্যানকে ম্যাচের এমন অবস্থায় ফের ব্যাটিংয়ে ডেকে পাঠানো কল্পনা করা যায় না।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ