ঢাকা, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১

যে বিষয়ে সর্তক থাকতে বললেন অধিনায়ক

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ২৪ ১৭:০৮:২৩
যে বিষয়ে সর্তক থাকতে বললেন অধিনায়ক

সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘একটা জায়গায় আমাদের উন্নতি করা উচিত- গেম সেন্স থাকা উচিত, কোন পরিস্থিতিতে কেমন খেলতে হবে।’

টাইগারদের স্পিন অ্যাটাককে সাকিব বেশ ভালো মানের বলেই মনে করেন, তবে সেক্ষেত্রে পেতে হয় উইকেটের সহায়তা- মেনে নিয়েছেন অবলীলায়। সাকিব বলেন, ‘আমাদের যে স্পিনাররা আছে সবাই ভালো মানের, বিশেষ করে উইকেটে সাহায্য পেলে। উইকেটে সাহায্য না থাকলে হয়ত আমাদের স্পিনকে এত কার্যকরী মনে হবে না কিন্তু একটু সহায়তা পেলেই আমরা স্পিনাররা অনেক ভালো বোলার।’

ম্যাচের মেজাজ বিচারে স্পিনারদের রক্ষণাত্মক বা রান আটকানোর মত বোলিং করার উপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, ‘আমাদের স্পিনাররা সবাই আক্রমণাত্মক বোলার। রক্ষণাত্মক বল করা আমাদের জন্য কঠিন হয়ে যায়। আমরা সবসময় আক্রমণাত্মক বোলিংই করি। এই জিনিসটা আমাদের বুঝতে হবে- কখন রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে হবে; ২-৩ ওভার রান দিবো না, একটা সাইডে হয়ত একজন অ্যাটাকিং খেলছে। এই জিনিসগুলো জানাই আমাদের জন্য বেশি ইম্পরট্যান্ট।’

সাকিবের মতে, সব স্পিনাররা আক্রমণাত্মক বল করলে মাঝেমাঝে দলের জন্য সেটি ‘সমস্যা’ হয়ে দাঁড়ায়, ‘চারজনই অ্যাটাকিং বোলার- এটা একদিক থেকে ভালো আবার সমস্যাও। একদিক থেকে যে ডিফেন্সিভ বল হবে সেটা আর হয়ে ওঠে না, দুজনই উইকেট পাওয়ার জন্য খেলে। এতে রান বেরিয়ে যায়।’

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ