ঢাকা, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১

তাহলে কি তাইজুল বর্ষসেরা ক্রিকেটার হতে যাচ্ছে

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ২৪ ১৬:৫৭:৩৩
তাহলে কি তাইজুল বর্ষসেরা ক্রিকেটার হতে যাচ্ছে

আরও একবার টেস্টে পাঁচ উইকেট শিকার করলেন তাইজুল। তার বোলিং ঘূর্ণিতে উইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে জয় পায় বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে টানা তিন ইনিংসে পাঁচ উইকেট শিকারের পর উইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে মাত্র এক উইকেট পায় এই বাঁহাতি বোলার। তবে দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৩ রান দিয়ে একাই ৬ উইকেট তুলে নেন তিনি।

প্রথম টেস্টে তার এই ৭ উইকেট পাওয়াতে আরেক বাঁহাতি স্পিনার মোহাম্মদ রফিককে ছাড়িয়ে গিয়েছেন তাইজুল। ২০০৩ সালে টেস্টে এক বর্ষপঞ্জিতে ৬ ম্যাচে ৩৩ উইকেট শিকার করেছিলেন রফিক। এই বছর সেটি ছাড়িয়ে তাইজুল উইকেট সংখ্যা ৪০! সামনে সুযোগ রয়েছে টেস্টে বর্ষসেরা হওয়ার। তবে লড়াইটা একটু কঠিন বাংলাদেশের এই বাঁহাতি স্পিনারের জন্য।

এই দৌড়ে সবার উপরে রয়েছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা। ১৮ ইনিংসে তার উইকেট সংখ্যা ৪৬। ২২ ইনিংসে ৪৩ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন। তাইজুলের আগে রয়েছে শ্রীলঙ্কার দিলরুয়ান পেরেরা। আর চার উইকেট পেলেই এই তালিকার দ্বিতীয় স্থানে উঠে আসবেন তাইজুল। তবে সবার উপরে উঠতে তাইজুলকে কঠিন পরীক্ষা দিতে হবে।

কেননা এই বছর মাত্র একটি টেস্ট খেলার সুযোগ পাবেন তাইজুল। এছাড়া সবার উপরে থাকা রাবাদাও পাবেন একটি টেস্ট। তবে তাইজুল ৪০ উইকেট নিতে সময় নিয়েছেন ১১ ইনিংস। সেখানে রাবাবার ৪৬ উইকেট শিকারের জন্য খেলেছেন ১৮ ইনিংস! এইদিক দিয়ে তাইজুল আফসোস করতেই পারেন। কেননা করবেন? যেখানে রাবাদা, অ্যান্ডারসনরা বেশি টেস্ট খেলার সুযোগ পাচ্ছেন সেই তুলনায় কমই সুযোগ পাচ্ছেন তাইজুল।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ