ঢাকা, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১

মোস্তাফিজ কি তাহলে কাচের পুতুল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ২৪ ১৬:২৫:১৩
মোস্তাফিজ কি তাহলে কাচের পুতুল

অন্যদিকে দ্বিতীয় ইনিংসে মোটে ৩৫.২ ওভার ব্যাটিং করে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। ওভারের সংখ্যা কম। তাই সাকিব (৭) -নাঈম (৭) -মেহেদী মিরাজের (৮ ওভার) ভাগে পড়ে ২২ ওভার। আর মোস্তাফিজের ভাগে পড়ে মাত্র দুই ওভার।

দেশের নাম্বার ওয়ান পেসার হয়েও কেন মাত্র ৪ ওভার বোলিংয়েল সুযোগ দেয়া হলো মোস্তাফিজকে? কারণ প্রথম ইনিংসের দুই ওভারের বিপরীতে মাত্র ৪ রান খরচ করেন তিনি। অন্যদিকে দ্বিতীয় ইনিংসে খরচ করেন মাত্র ১১ রান। অর্থাৎ চট্টগ্রামরে জহুর আহমেদ স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে চার ওভারের বিনিময়ে ১৫। অর্থাৎ আহামরি রান না খরচা করেও বঞ্চিত থাকতে হল তাকে।

টানা তিনদের ম্যাচটি যদি পাঁচদিনে গড়ালেও হয়তো একই পরিণতি ঘটতো মোস্তাফিজে। সাগরিকার স্পিন বান্ধব উইকেটে ফিজকে থাকতে হতো কাচের পুতুল হয়ে।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ