ঢাকা, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১

টাইগারদের জয়ে টুইটার প্রতিক্রিয়া

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ২৪ ১৫:৩৮:২৯
টাইগারদের জয়ে টুইটার প্রতিক্রিয়া

চট্টগ্রামে তৃতীয় দিনে ৫৫ রানে ৫ উইকেট নিয়ে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে ১২৫ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। উপমহাদেশে সর্বশেষ ৯ টেস্টের মাত্র একটিতে জয় পাওয়া উইন্ডিজ ২০৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে লাঞ্চের আগেই ১১ রানে ৪ উইকেট হারিয়ে মারাত্মক বিপর্যয়ে পড়ে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে উইন্ডিজ ৩৫.২ ওভারে ১৩৯ রানেই গুটিয়ে যায়। টাইগারদের জয় ৬৪ রানে।

লো-স্কোরিং ম্যাচে প্রথম ইনিংসে ১২০ রান করা মুমিনুল হক হয়েছেন ম্যাচের সেরা। এদিকে রেকর্ড বই এলোমেলো করেছেন সাকিব আল হাসান। বাংলাদেশের প্রথম এবং একমাত্র ক্রিকেটার হিসেবে টেস্টে ২০০ উইকেটের মালিক এখন সাকিব। পাশাপাশি সবচেয়ে কম টেস্ট খেলে ২০০ উইকেট ও ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ