ঢাকা, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১

উইন্ডিজ বধের পর নিজেকে নিয়ে যা বললেন সাকিব

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ২৪ ১৫:১৫:১৬
উইন্ডিজ বধের পর নিজেকে নিয়ে যা বললেন সাকিব

যদিও আগের সিরিজে দলের অধিনায়ক ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। এই সিরিজে সাকিব দলে ফেরায় ভারপ্রাপ্ত অধিনায়কত্ব থেকে ‘মুক্তি’ মিলেছে রিয়াদের। আর সাকিব ইনজুরি কাটিয়ে ফিরে তার প্রত্যাবর্তনের ম্যাচেই পেয়েছেন জয়ের স্পর্শ।

ম্যাচ শেষে সাকিব অভিষিক্ত ক্রিকেটার নাঈম হাসানের প্রথম ইনিংসের বোলিং এবং ব্যাট হাতে তার ও তাইজুল ইসলামের দৃঢ়চেতা মনোভাবের প্রশংসা করেন।

একইসাথে ম্যাচের একমাত্র সেঞ্চুরিয়ান ও সেরা খেলোয়াড় মুমিনুল হককে ধন্যবাদ জানিয়ে সাকিব বলেন, ‘প্রথম ইনিংসেই নাঈম দুর্দান্ত বল করেছে। ব্যাট হাতে তাইজুল ও নাঈমের ছোটখাটো অবদান অসাধারণ কাজ করেছে। মুমিনুল অবশ্যই দুর্দান্ত পারফর্ম করেছে।’

সাকিবের মতে, ছোট ছোট মুহূর্তে ভালো করতে পারাতেই দলকে এই জয় এনে দিয়েছে। তিনি বলেন, ‘আমরা ছোট ছোট মুহূর্তগুলো জিতেছি, এগুলো জয়ের জন্য বেশ গুরুত্বপূর্ণ ছিল।’

এই ম্যাচের মধ্য দিয়ে সাকিব ছুঁয়েছেন নতুন এক মাইলফলক। ইতিহাসের ১৪তম এবং দ্রুততম ক্রিকেটার হিসেবে সাকিব ৩০০০ টেস্ট রানের পাশাপাশি ২০০টি শিকার করা উইকেটের মালিক হয়েছেন। সাকিব জানিয়েছেন, ব্যক্তিগত রেকর্ডে মনোযোগ না দিয়ে দলের জন্যই খেলে থাকেন তিনি। একইসাথে তিনি আশা প্রকাশ করেন, আগামী বছরগুলোতে তার এই অর্জনের তালিকা আরও সমৃদ্ধ হবে।

৩০০০ রান ও ২০০ উইকেট সংগ্রাহকের অভিজাত তালিকায় অন্তর্ভুক্তিতে গর্ব অনুভব করে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমি যা-ই করি না কেন সেটা দলের জন্য করি। এমন কিছু অর্জন করতে পেরে আমি গর্ব অনুভব করছি। আশা করি আরও কিছু বছর খেলে আরও অর্জন করবো।’

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ