ঢাকা, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১

যেকারনে নাঈমের খেলা দেখতে তার পরিবারের কেউ আসেনি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ২৪ ০৯:০৪:৫৫
যেকারনে নাঈমের খেলা দেখতে তার পরিবারের কেউ আসেনি

অভিষেকে ৫ উইকেট নেওয়া বাংলাদেশের ৮ম বোলার তিনি।আন্তর্জাতিক টেস্টের অভিষেক ম্যাচে নিজের ঘরের মাঠে এমন পারফম্যান্স করে নাঈম বেশ খুশি।তাই দ্বিতীয় দিনের খেলা শেষে সাংবাদিক সম্মেলনে আসেছেন তিনি।

সেখানে তাঁর কাছে জানতে চাওয়া হয়।এতো অল্প বয়সে টেস্ট অভিষেক হলো তার পর আবার ঘরের মাঠে এমন দুর্দান্ত পারফম্যান্স পরিবার থেকে মাঠে কেউ খেলা দেখতে এসেছে?

এমন প্রশ্নের জবাব মিষ্টি ভাবেই উত্তরটা দিলেন নাঈম বললেন, কেউ খেলা দেখতে আসেনি। আর ঘরের মাঠ আর বাইরের মাঠ তো কোন পার্থক্য নাই সব মাঠ একই।

পাঁচ উইকেট নিয়েছেন তবে সব থেকে বেশি আনন্দ পেয়েছেন কোন উইকেটে পেয়ে জানতে চাওয়া হলে তিনি আরো বলেন, লাস্টের যে উইকেটটা বোল্ড আউট করেছিলাম ঐটা’।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ